ময়মনসিংহের ভালুকায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার মুক্তমঞ্চে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাকাতিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সাধারণ কৃষকদের প্রশ্নের উত্তর দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, ময়মনসিংহ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন নাজিম, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ।
এসময় উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুর রহিম সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুর রহিম আকন্দ, এডভোকেট অন্তর আহমেদ, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ