নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে গত ২০ সেপ্টেম্বর দলীয় নির্দেশনা অমান্য করে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
জানা যায়, দাউদার মাহমুদ নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, উপজেলা ছাত্রদলের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শাসনামলে বহুবার কারাভোগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল