সেফ থ্যালাসেমিয়া সংগঠনের আয়োজনে মুন্সিগঞ্জে থ্যালাসেমিয়া রোগীদের তথ্য ও ভাতা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ব্যতিক্রম সামাজিক ও ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এই কর্মসূচি হয়। সংগঠনটির সভাপতি আইনজীবী মাহাবুব উল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী।
বিশেষ অতিথি ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সভাপতি চিকিৎসক মফিজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, সেফ থ্যালাসেমিয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত ২০ জন রোগীকে ভাতা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ