গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে শহীদ মুনীর চৌধুরীকে নিয়ে প্রথমবারের মত জাতীয় নাটোৎসবকে সামনে রেখে প্রশিক্ষনার্থী শিল্পীদের নিয়ে “ঈশানে প্রদীপ” নাটকটি দিনাজপুরের নাট্য পিপাসু দর্শকদের মুগ্ধ করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুরের প্রযোজনায় শামীম শওকত লাভলীর রচনা ও নির্দেশনা “ঈশানে প্রদীপ” নাটকটি মঞ্চস্থ হয়। এই নাটকটি আগামী ১৬ ফেব্রুয়ারী রংপুর বিভাগীয় পর্যায়ে মঞ্চস্থ হবে।
এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করে প্রশিক্ষনার্থী মেঘা ঘোষ বলেন, নির্দেশক শামীমা শওকত লাভলী আমাদের প্রতি যথেষ্ট পরিশ্রম করেছেন বলেই এত সুন্দর নাটক উপহার দিতে সক্ষম হয়েছি।
নাটক শেষে অনুভূতির কথা জানাতে গিয়ে জেলার সাবেক কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, জলিল আহমেদ, আব্দুল কুদ্দুস তরিত, ড.আশিকা আকবর তৃষা, তারিকুজ্জামান তারেক ও প্রভাষক হারুন-উর-রশিদ বলেন, ১৫ দিন নাট্য প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা যে নাটক দিনাজপুরবাসীকে উপহার দিয়েছে তা চিরদিন স্মরণীয় থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল