‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।
আজ বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে জেলা প্রশাসক অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।
মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য ও সাংবাদিক সুমন আলীসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, মাসব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষণে বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে আসা ১০০জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০ জনকে বাছাই করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। পরবর্তীতে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এছাড়াও প্রশিক্ষন চলাকালে প্রশিক্ষনার্থীদের থাকা, খাওয়া ফ্রি ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মাধমে শরীর চর্চার পাশাপাশি মন সুস্থ চিন্তার দিকে ধাবিত হবে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/নাজমুল