রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাংচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনকে মারপিটের ঘটনার জড়িত থাকার অভিযোগে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেন ও মোসলেম মোল্লা।
এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল রবিবার (১৮ মে) বিকালে বসন্তপুর ইউনিয়নে রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে আকস্মিকভাবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কিছু লোক আসামিদের বাড়ি ভাংচুরের চেষ্টা করেন। সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন ও এ এসআই শেখ আবুল হাসেম তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন লাঠিসোটা ও ইট দিয়ে পুলিশ সদস্য সাব্বিরকে আঘাত করে। এ ঘটনায় এসআই সাব্বির বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় মনির হোসেন ও মোসলেমকে গ্রেফতার করে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, রুপল শেখের হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় সদর থানায় আরেকটি মামলা হয়েছে। সেই মামলায় দুইজন আসামি গ্রেফতার আছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ