পটুয়াখালীতে পরিবেশ রক্ষার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার পশ্চিম শারিকখালী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষার্থী, নারী, শিশু শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা একটি দূষণমুক্ত, দখলমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গঠনের দাবি জানান।
মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো-কোহিনুর অটো রাইচ মিল থেকে বিষাক্ত বর্জ্যপানি নির্গমন অবিলম্বে বন্ধ করা। রফিক ঢালীর মালিকানাধীন মিলের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ করা। অবৈধ দখলদারদের কবল থেকে খাল উদ্ধার করা এবং প্রাকৃতিক খাল ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিলের বর্জ্য ও খাল দখলের কারণে স্থানীয় পরিবেশ চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস, পানির স্বাভাবিক প্রবাহে বাধা এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
তারা সতর্ক করে বলেন, সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই