বরগুনার আমতলীতে নতুন ট্রান্সফরমার লাগাতে গিয়ে বায়েজিদ হাসান আকাশ (৩২) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ বরিশাল বিমানবন্দর থানার তহুতপুর গ্রামের বাকের হাসানের ছেলে। জানা গেছে, শুক্রবার বিকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান বায়েজিদ তার সহকর্মী রিফাতের সাথে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের একটি পুরাতন নষ্ট ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুঁটিতে উঠে কাজ করছিলেন।
ওই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই নিজ দপ্তরের লোকজন ওই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজিদ তারের ওপর ৫ মিনিট ঝুলে থাকেন। তাৎক্ষণিক তার সাথে থাকা সহকর্মী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তারের উপর ঝুলে থাকা লাইনম্যান বায়েজিদের নিথর মরদেহ নামিয়ে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, লাইনম্যান বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল