গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার টার্মে নবভর্তি আন্ডারগ্র্যাজুয়েট (বিএস), পোস্টগ্র্যাজুয়েট (এমএস) ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং মোট ৪৮৭ জন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। এর মধ্যে বিএস পর্যায়ে ৪৩৫ জন, এমএস-এ ৪৮ জন এবং পিএইচডি পর্যায়ে ৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক