ফরিদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সফিউর রহমান উজ্জল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া শিশুটি তার পরিবারের সাথে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার তকি মোল্লা সড়কে আসামির বাবা মহিউদ্দিন সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। বিগত ২০২৩ সালের ২০ অক্টোবর রাতে বাড়ির মালিকের ছেলে উজ্জল শিশুটিকে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর শিশুটির পিতা বাদী হয়ে উজ্জলকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোটেক গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, দীর্ঘ শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন সাজা প্রদানের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা এ রায়ে সন্তুষ্ট।
বিডি প্রতিদিন/আরাফাত