লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় নগদ টাকা ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজন ভাই। তাঁরা হলেন, পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেনের ছেলে আহম্মদ ফারুক রবিন (৩৪) ও আহম্মদ আল আরেফিন। গ্রেপ্তার অপরজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে আহসান আহম্মেদ (২৪)।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, বিলাসবহুল বাড়িটির কেয়ারটেকার হিসেবে রাখা হয় রবিনকে। সেই সুবাধে ওই বাড়িতে মাদক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। অভিযানে আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ