গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই স্লোগানে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুংগীপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়াসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কণ্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন