সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতিটা দারুণভাবে সারছে বাংলাদেশ। ঘরের মাঠে নেদারল্যান্ডসকে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এতে টি-টোয়েন্টি সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জিতেছে বাংলাদেশ।
লিটন দাসের অধিনায়কত্বে এমন পারফরম্যান্সে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন ধারাবাহিকতা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কাজে দেবে বলে জানিয়েছেন তিনি।
সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমিনুল বলেছেন, পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ধারাবাহিক উন্নতির দিকটা আমরা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপেও কাজে লাগবে।
আত্মবিশ্বাসটা ধরে রেখে ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ কিছু করবেন বলে জানান আমিনুল। তিনি বলেছেন, তাদের এই আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। শুধু এশিয়া কাপ না, ২০২৬ সালে বিশ্বকাপও আছে। আশা করি, ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা ধরে রাখা যাবে।
বিডি প্রতিদিন/এমআই