মহেন্দ্র সিং ধোনিও তাহলে কাঁদেন। গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানআউট হয়ে ফেরার পথে এমনই একটা ছবি ঘিরে ছড়িয়েছে জল্পনা। টিভিতে দেখা যায়, আউট হয়ে ধোনির মুখে হতাশা। মনে হচ্ছিল, তিনি হয়তো কাঁদছেন। এই দৃশ্য দেখেই টুইটারে ঝড়।
মনে করা হচ্ছে, এটাই ধোনির শেষ বিশ্বকাপ। এখনই তার ৩৮ বছর বয়স। চার বছর পরেও ধোনি টিমে থাকবেন বলে মনে করা হচ্ছে না। তাই শেষ বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতাতেই কি এই কান্না?তবে ধোনির এই 'কান্না'র ছবি দেখে পুরো সোশ্যাল মিডিয়াই তার পাশে দাঁড়িয়েছেন।
কেউ লিখেছেন, 'চ্যাম্পিয়নরা কখনও কাঁদে না। তুমি আমাদের দুটো বিশ্বকাপ দিয়েছ।' কারও লেখায়, ' আমরা তোমার সঙ্গে আছি।' আবার কারও টুইট, 'তোমার কান্না দেখে আমরাও কাঁদছি।' অন্য টুইটে লেখা, 'আমাদের আনন্দ করার প্রচুর মুহূর্ত দিয়েছ তুমি। তাই কেঁদো না।'
ধোনিকে আবেগে ভেসে যেতে দেখা যায় না সাধারণত। সেখানে তার কান্না কিছুটা বিরল ছবি। তাই ধোনির এই ছবি ছুঁয়ে গেছে সকলের হৃদয়। টুইটে তাই লেখা হয়েছে, '১২৫ কোটি মানুষ তোমার সঙ্গে আছে।'
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ