শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সে

ফারুক নওয়াজ

সে

পূর্বে ছিল অন্নহারা ছন্নছাড়া বেশ...

ঘুরতো লোকের তল্পি টেনে, শুষ্ক মাথার কেশ।

ভাবল শেষে এমনি করে যায় কি চলা আর...

ভাবনা ভেবে বুদ্ধি বাহির করল চমৎকার!

ঠাণ্ডা মাথার ডাণ্ডাবাজের সঙ্গে দিল যোগ...

বুঝল ভালো ক্যামনে করে জীবন উপভোগ...

মন্দ পথের অর্থ পেয়ে মুণ্ড খেলো টাল...

দুধের মতো মদ্য গিলে ফুলল দুটি গাল।

অর্থবলে শক্তিবলে পায় কে তাকে আর

ভস্মছাতা লিখছে, লিখে ‘শ্রেষ্ঠ ছড়াকার’!

দিচ্ছে টাকা ছাপছে আবুল করছে বিলি ফাও

নিজের টাকায় ঝুলিয়ে পদক করছে কত ভাও।

বিশ্বটাকে ভাবছে সরা, হাঁটছে ঠুকে বুক...

জুটছে সাথে চামচা কিছু, পাচ্ছে এতে সুখ।

খাচ্ছে ভালো পাচ্ছে ভালো স্বাস্থ্য ফুলে ঢোল

রক্ত গরম থাকছে বলে করছে গণ্ডগোল।

মানছে না সে কাউকে এখন ভাবছে সেরা সেই...

কাণ্ড দেখে হারিয়ে সবার যাচ্ছে যেন খেই।

ষণ্ডামিতে করছে দূষণ সুস্থ পরিবেশ

ভাবছে না সে সবকিছুরই একটা আছে শেষ!

 

ওই কমিটি সবখানে দিই নাম

দৌড়ে থাকি। মুখ দেখাতে। ঝরলে ঝরুক ঘাম

পদ পদবির মধ্যে থেকে লেখক হতে চাই

না, জানি না। ইতিহাসের কোথায় আমার ঠাঁই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর