শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বর্ষাকালে বৃষ্টি এসে

মোকাদ্দেস-এ-রাব্বী

বর্ষাকালে বৃষ্টি এসে

বর্ষাকালে বেজে ওঠে

রিমঝিম ঝিম সুর,

মন নিয়ে যায়

ছোঁ মেরে এক দূরের সমুদ্দুর।

দানায় দানায় ফোঁটায় ফোঁটায়

বৃৃষ্টি পড়ে হায়,

ভিজতে ভিজতে নেয় ভাসিয়ে

আমায় একটা নায়।

নায়ে করে ভাসতে ভাসতে

আনন্দ হয় যোগ,

বর্ষা এলে সারাটা দিন

করি, বৃষ্টি উপভোগ।

হিমেল হাওয়া ঠাণ্ডা ছোঁয়া

দেয়, শিরশিরিয়ে অঙ্গে,

বর্ষাকালে বৃষ্টি এসে

খেলে আমার সঙ্গে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর