বইমেলাতে বইমেলাতে
মেলা মজার বই
বইমেলাতে যাবে খুকু
এই নিয়ে হইচই !
গল্প ছড়া ও ভূতের বই
কিনবে খুকু আজ
মেলায় যাবে তাইতো খুকু
করছে এতো সাজ।
বইমেলাতে গিয়ে খুকু
কিনবে নতুন বই
নতুন বইয়ের ছবি পড়ায়
ফুটবে হাসির খই !
বইমেলাতে বইমেলাতে
মেলা মজার বই
বইমেলাতে যাবে খুকু
এই নিয়ে হইচই !
গল্প ছড়া ও ভূতের বই
কিনবে খুকু আজ
মেলায় যাবে তাইতো খুকু
করছে এতো সাজ।
বইমেলাতে গিয়ে খুকু
কিনবে নতুন বই
নতুন বইয়ের ছবি পড়ায়
ফুটবে হাসির খই !