মামনি তার ছোটবেলায়
খেলে পুতুল খেলা,
পুতুলটাকে আদর করে
কাটায় সারাবেলা,
খুব যতনে ঘুম পাড়ায়
ডেকে মাসিও পিসি,
নানা রকম খাবার দিত
সাথে দুধের শিশি।
পুতুলটাকে বিয়ে দিয়ে
মনের সুখে কাঁদে
খেলার ছলে মনের শখে
নানা রকম রাধে।
মায়ের মত ভালোবেসে
রয় পুতুলের পাশে
এমনি করে শিশুকালে
মায়ের স্বভাব আসে।