জ্যৈষ্ঠমাসে ফল পেকেছে
ঝুলছে গাছে আম
পাখপাখালি ডালে ডালে
খুঁজছে পাকা জাম।
টকটকে লাল লিচুগুলো
দেখতে দারুণ বেশ
কাঁঠাল ঘ্রাণে মিষ্টি সুবাস
মধুর পরিবেশ।
জৈষ্ঠমাসে মধুভরা
ফলের নানান জাত
গন্ধ-স্বাদে হরেক রকম
মহান প্রভুর হাত।
জ্যৈষ্ঠমাসে ফল পেকেছে
ঝুলছে গাছে আম
পাখপাখালি ডালে ডালে
খুঁজছে পাকা জাম।
টকটকে লাল লিচুগুলো
দেখতে দারুণ বেশ
কাঁঠাল ঘ্রাণে মিষ্টি সুবাস
মধুর পরিবেশ।
জৈষ্ঠমাসে মধুভরা
ফলের নানান জাত
গন্ধ-স্বাদে হরেক রকম
মহান প্রভুর হাত।