শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

ছোট্ট বেলার বিকেল

ইফতেখার শিবলী

ছোট্ট বেলায় কত্তো খেলায়

কাটতো বিকেল বেলা,

হারিয়ে গেলো কই পালালো

সেসব স্মৃতির মেলা!

 

বিকেল হলে গাছের তলে

দোলনা বেঁধে ঝুলি,

বুকের ভেতর উড়ায় কে তোর

মধুর স্মৃতির ধুলি!

 

দুপুর শেষে বিকেল এসে

রঙ ছড়াতো মনে,

বাচ্চারা সব করে কলরব

রয় না ঘরের কোণে।

 

খেলার মাঠে সময় কাটে

খেলায় বিভোর থাকি,

বিকেলগুলো উড়িয়ে ধুলো

আমায় তো যায় ডাকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর