মায়ের তরে মাটির তরে
একটি স্বাধীন দেশের তরে
অকাতরে করলো যাঁরা
নিজের জীবন দান।
শহীদ তাঁরা অমর তাঁরা
মোদের চির গর্ব তাঁরা
তাঁরা মোদের হৃদয়জুড়ে
রবে চির অমøান।
যত দিন ঐ আকাশ রবে
চন্দ্র সূর্য তারা রবে
ততো দিনই গাইবে সবাই
তাদের গুণগান।
মায়ের তরে মাটির তরে
একটি স্বাধীন দেশের তরে
অকাতরে করলো যাঁরা
নিজের জীবন দান।
শহীদ তাঁরা অমর তাঁরা
মোদের চির গর্ব তাঁরা
তাঁরা মোদের হৃদয়জুড়ে
রবে চির অমøান।
যত দিন ঐ আকাশ রবে
চন্দ্র সূর্য তারা রবে
ততো দিনই গাইবে সবাই
তাদের গুণগান।
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম