মধুর লাগে সবুজ বনে
কোকিল পাখির গান
মধুর লাগে ঢেউ খেলানো
হেমন্ত কালের ধান।
মধুর লাগে বটের ছায়ায়
যখন বাজে বাঁশি
বাঁশির টানে আমি তখন
আনন্দতে ভাসি।
মায়ের কাছে আমি যখন
নেচে নেচে আসি
সবচেয়ে মধুর লাগে
আমার মায়ের হাসি।।
মধুর লাগে সবুজ বনে
কোকিল পাখির গান
মধুর লাগে ঢেউ খেলানো
হেমন্ত কালের ধান।
মধুর লাগে বটের ছায়ায়
যখন বাজে বাঁশি
বাঁশির টানে আমি তখন
আনন্দতে ভাসি।
মায়ের কাছে আমি যখন
নেচে নেচে আসি
সবচেয়ে মধুর লাগে
আমার মায়ের হাসি।।