শিয়াল গেছে শ্বশুরবাড়ি
অনেক বছর পরে
কোর্মা পোলাও খেতে দিল
তারে আদর করে।
মাছ ও মাংস সবই দিল
শ্যালিকা তার পাতে
তবু বেটা মুরগি চুরি
করতে গেল রাতে।
শিয়াল বেটা জানত না যে
পাহারাদার কড়া
কুকুর বেটার হাতে শেষে
পড়ে গেল ধরা।
কয়লা ধুইলে ময়লা যায় না
স্বভাব কেমনে যায়
এত মাংস খেয়েও কী কেউ
মুরগি খেতে চায়?