বলতে পারিস অর্ক, অর্ঘ্য
কে হন গানের বুলবুলি?
কার মাথাতে শোভা পেতো
বাবরিদোলা চুলগুলি?
কার কবিতায় অত্যাচারীর
গায়ে ফোটে তীক্ষè হুল
কার ছড়াটির সুরে পর্ণার
মনবাগানে ফুটে ফুল?
মনে পড়ে পিয়ান, তূর্য
‘প্রভাতী’ নাম ছড়াটার!
সিয়াম, ফারহান বলতে পারিস ‘ঝিলিমিলি’ গল্প কার?
কোন কবি সে দ্রোহের কবি
সাম্যের কবি বিলকুল
তিনি হলেন জাতীয় কবি
সবার প্রিয় নজরুল।