বনের ধারে শুনতে পেলাম-
বলছে একটা হাতি
সে নানা আর- তুমি নাকি নাতি?
ছোট বেলায় পাহাড়টাকে
মারলে নাকি গুঁতো?
শিং জোড়া তাই বেঁকে গিয়ে
হলো এমন খুঁতো!
গোটা কয়েক গোঁফ দেখিয়ে
সাজলে তুমি সাহেব,
এমন গোঁফতো বিড়ালেরও
জানোতো মসাহেব?
মহিষ তোমার কে রেখেছে নাম?
সারাটা দিন চিবাও তুমি-
ক্যান্ডি না চুইংগাম?