১.
নীল ও সাদা মেঘের বাড়ি,
বাড়ি ছেড়ে আকাশ পাড়ি?
পথে পাহাড় সারি সারি,
ঝাউয়ের পাতার নাড়ানাড়ি।
বিজলি বাজের বাড়াবাড়ি?
ঝড় বাতাসের কাড়াকাড়ি।
মেঘ বাদলে খাতির ভারী,
তবুও মেঘের মুখটা হাঁড়ি।
দ্রুত পেরোয় ফটিকছড়ি,
লুসাই পাহাড়, হিমছড়ি।
যাচ্ছে যে মেঘ শ্বশুরবাড়ি
কোথায় সেটা? সাগরদাঁড়ি।
শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি?
রসগোল্লা, গুড়ের হাঁড়ি!
২.
উড়ছে যে মেঘ ঘুরিঘুরি
মেঘের সাথে রঙিন ঘুড়ি।
রঙিন ঘুড়ির উড়াউড়ি
ডেস্টিনেশন ফটিকছড়ি?
ফটিকছড়ির ঝিনুক কড়ি,
রোদ্রে শুকায় কুমড়ো বড়ি।
দাদুর হাতের রুপোর ছড়ি!
প্রাইস কতো? একশো কড়ি।
দাদীর শাড়ি চুমকি জরী।
গয়না সোনার কুড়ি ভরি।
সুইটি দাদী, আহা মরি!
রুপের ডালি, কিউটি পরী!