মন ছুটে যায় গ্রামের বিলে
মাছ ধরিতে যাই
খেয়া জালে মাছ ধরিতে
ভীষণ মজা পাই।
কিযে মজা মাছ ধরিতে
কেটে যায়রে বেলা
মাছ ধরি ভাই বিলে যখন
ভুলে যাইরে খেলা।
দেশি মাছের মজা যেমন
অন্য মাছে নাই
মাছের ভাজি ঠাকুরি ডালে
খেতে মজা ভাই।
চলরে সবে গ্রামের বিলে
মারি সবে মাছ
দল বেঁধে পলই খলই
ফেলে সকল কাজ।
মনছুটে যায় ঐ বিলেতে
পানকৌড়ি টা ডাকে
আলম, হাকিম, ছালাম, জাহিদ
জাল নিয়ে রোজ হাঁকে।