মেঘের ফাঁকে স্বপ্ন আঁকে
স্বপ্ন এঁকে চুপটি থাকে।
স্বপ্নগুলো দেখাও কাকে?
বলল খোকা, ‘আমার মাকে।’
স্বপ্ন কেন মেঘের ফাঁকে?
‘মা প্রতিদিন আমায় ডাকে।
চুরির ভয়ে স্বপ্ন এঁকে
মেঘের ফাঁকে দিচ্ছি রেখে।
মা তো থাকে মেঘের দেশে
স্বপ্নগুলো ভেসে ভেসে-
যায় প্রতিদিন মায়ের কাছে
আমার স্বপ্ন জমা আছে-
নীল আকাশের তারায় তারায়...’
আকাশে হাত খোকা বাড়ায়।