ভূতের গলি একলা চলি
সাথে তো নেই কেউ।
মাঝ গলিতে পথের কুকুর
কাঁদছে ভেউ ভেউ।
আমি ডলি একাই চলি
নিঝুম গভীর রাত।
আকাশটাও নিকষ কালো
আজ ওঠেনি চাঁদ।
গা ছমছম ভূতের গলি
ভয়ে ত্রাসে চলি।
পা ঠকঠক বুক ধুঁকপুক
কাকে এখন বলি?
গল্পে পড়া ভূতের গলি
ভর্তি ভূতের বাড়ি?
ঝাঁকড়া প্রাচীন শ্যাওড়া গাছে
বাড়ি সারি সারি?
গলির মধ্যে দেখছি ছায়া!
ওইগুলো কি ভূত?
দীর্ঘ কালো আবছা কায়া
খেলছে কুতকুত!
ভূতের গলি একলা চলি,
অমাবস্যার কাল,
ঘুমিয়ে দেখা স্বপ্ন স্মৃতি।
ভুলেই গেছি সাল।