বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মিষ্টি মধুর ছন্দে,
বাইরে খোকা যাসনে বেশি
পড়ালেখায় মন-দে।
ঝমঝমাঝম বৃষ্টি হঠাৎ
ঝরছে যখন ঝরুক,
খোকা পড়ে বইয়ের পড়া
পড়ছে যখন পড়ুক।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মিষ্টি মধুর ছন্দে,
বাইরে খোকা যাসনে বেশি
পড়ালেখায় মন-দে।
ঝমঝমাঝম বৃষ্টি হঠাৎ
ঝরছে যখন ঝরুক,
খোকা পড়ে বইয়ের পড়া
পড়ছে যখন পড়ুক।