২১ আগস্ট, ২০১৯ ১৬:৪৯

ডেঙ্গু রোগী কমেছে বরিশাল শেবাচিম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ডেঙ্গু রোগী কমেছে বরিশাল শেবাচিম হাসপাতালে

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। বুধবার বিকেল পর্যন্ত শেবাচিম হসাপাতালে চিকিৎসাধীন ছিলো ১৪৭ জন ডেঙ্গু রোগী। গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৭২ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৪৮ জন। 

আজ চিকিৎসাধীন থাকা ১৪৭ রোগীর মধ্যে পুরুষ ৯৪ জন, মহিলা ২৭ জন এবং ২৬ জন শিশু। বিগত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩০ জন, মহিলা ১০ জন এবং ৫ জন শিশু। 

২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭০ জন। এর মধ্যে পুরুষ ৪০, মহিলা ২৫ জন ও শিশু ৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছিল ৬৫ জন।  

গত ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ১ হাজার ৩শ’ ৭৩ জন রোগী। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ হাজার ২শ’ ২১ জন। এই  সময়ে হাসপাতালে মারা গেছেন ৫ জন ডেঙ্গু রোগী। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সেও ইতিপূর্বে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর