জেলার চার হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সোমবার বিকালে এসব তথ্য জানিয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান তিনি।
এ ছাড়া কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ২৫ জনকে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৮ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৫৬১ জন রোগীকে।
বিডি প্রতিদিন/এমআই