আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অর্থনীতি থেকে রাজনীতিকে আলাদা রাখার তাগিদ দিয়ে বলেছেন, অন্যথায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা রয়েছে। বিশ্বের বহু দেশেই রয়েছে এমন সমস্যা। কিন্তু সেসব দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় কেউ এমন কোনো কর্মসূচি দেন না। দেশের অর্থনীতিকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার যে তাগিদ বাণিজ্যমন্ত্রী দিয়েছেন তা তাৎপর্যের দাবিদার। দেশের অর্থনীতি সচল থাকা না থাকার সঙ্গে একটা জাতি কতটা এগিয়ে যাবে কিংবা পিছিয়ে পড়বে সে বিষয়টি জড়িত। এ জন্য অগ্রসর দেশগুলোতে অর্থনীতিবান্ধব রাজনীতির প্রতি গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে স্বাধীনতার আগ পর্যন্ত এমনকি স্বাধীনতার পর দু'দশক যাবৎ অর্থনীতি ছিল কার্যত অাঁতুরঘরে। ফলে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যে গঠনমূলক রাজনীতির প্রয়োজন তার প্রাসঙ্গিকতা ততটা গুরুত্ব পায়নি। আমাদের এই ভূখণ্ডে বার বার সামরিক শাসনের অবাঞ্ছিত থাবা রাজনীতির স্বাভাবিক গতিকে ব্যাহত করেছে। মূল্যবোধের সংকট সৃষ্টির জন্যও তা অনেকাংশে দায়ী। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে নিরবচ্ছিন্নভাবে সংসদীয় গণতন্ত্র বিরাজ করলেও সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার সংকট থাকায় বার বার হোঁচট খেতে হয়েছে। নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের নিরসন না হওয়ায় দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই। ২০১৩ সালের বছরজুড়েই ছিল হরতাল, অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের তাণ্ডব। এই অপরাজনীতি দেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতিকে মারাত্দকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণেও তা বাদ সেধেছে। দেশের অর্থনীতি থেকে রাজনীতিকে আলাদা করা গেলে এ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো। আমাদের মতে, রাজনৈতিক সংঘাত থেকে অর্থনীতিকে রক্ষার প্রকৃষ্ট পথ হলো সুষ্ঠু রাজনৈতিক ধারার প্রবর্তন। এ লক্ষ্য অর্জনে গণতন্ত্র চর্চা এবং সুষ্ঠু নির্বাচন সম্পর্কে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে পরিণত করার বিষয়েও একমত হতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- তরুণীকে বিদেশে পাচার: মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার
- সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে: হুম্মাম
- প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ফরিদপুরে দুইবাসের সংঘর্ষে নিহত ৩
- ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার
- রামুতে ৭ বছরের শিশু অপহৃত, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
- ৮ জেলায় বন্যার সতর্কতা
- সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ : আসিফ মাহমুদ
- এবার নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিল নরওয়ে
- নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের
- দুদক সংস্কারে দুই মাসের মধ্যে প্রস্তাবিত আইন প্রণয়ন : আসিফ নজরুল
- চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন
- যে কারণে মোদির ওপর নাখোশ ট্রাম্প, জানালেন ভারতীয় কূটনীতিক
- তরুণদের বাইরে রেখে রাষ্ট্র গঠন সম্ভব নয়: ইসরাফিল খসরু
- তারাগঞ্জে পিটিয়ে দুইজনকে হত্যা: ৪ জন রিমান্ডে, ৮ পুলিশ সদস্য বরখাস্ত
- অতিরিক্ত টেস্ট আয়োজনের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও
- যশোরে ওলক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, আতঙ্কে ৫০ হাজার মানুষ
- সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৪৯
- সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার