আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অর্থনীতি থেকে রাজনীতিকে আলাদা রাখার তাগিদ দিয়ে বলেছেন, অন্যথায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা রয়েছে। বিশ্বের বহু দেশেই রয়েছে এমন সমস্যা। কিন্তু সেসব দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় কেউ এমন কোনো কর্মসূচি দেন না। দেশের অর্থনীতিকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার যে তাগিদ বাণিজ্যমন্ত্রী দিয়েছেন তা তাৎপর্যের দাবিদার। দেশের অর্থনীতি সচল থাকা না থাকার সঙ্গে একটা জাতি কতটা এগিয়ে যাবে কিংবা পিছিয়ে পড়বে সে বিষয়টি জড়িত। এ জন্য অগ্রসর দেশগুলোতে অর্থনীতিবান্ধব রাজনীতির প্রতি গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে স্বাধীনতার আগ পর্যন্ত এমনকি স্বাধীনতার পর দু'দশক যাবৎ অর্থনীতি ছিল কার্যত অাঁতুরঘরে। ফলে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যে গঠনমূলক রাজনীতির প্রয়োজন তার প্রাসঙ্গিকতা ততটা গুরুত্ব পায়নি। আমাদের এই ভূখণ্ডে বার বার সামরিক শাসনের অবাঞ্ছিত থাবা রাজনীতির স্বাভাবিক গতিকে ব্যাহত করেছে। মূল্যবোধের সংকট সৃষ্টির জন্যও তা অনেকাংশে দায়ী। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে নিরবচ্ছিন্নভাবে সংসদীয় গণতন্ত্র বিরাজ করলেও সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার সংকট থাকায় বার বার হোঁচট খেতে হয়েছে। নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের নিরসন না হওয়ায় দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই। ২০১৩ সালের বছরজুড়েই ছিল হরতাল, অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের তাণ্ডব। এই অপরাজনীতি দেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতিকে মারাত্দকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণেও তা বাদ সেধেছে। দেশের অর্থনীতি থেকে রাজনীতিকে আলাদা করা গেলে এ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো। আমাদের মতে, রাজনৈতিক সংঘাত থেকে অর্থনীতিকে রক্ষার প্রকৃষ্ট পথ হলো সুষ্ঠু রাজনৈতিক ধারার প্রবর্তন। এ লক্ষ্য অর্জনে গণতন্ত্র চর্চা এবং সুষ্ঠু নির্বাচন সম্পর্কে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে পরিণত করার বিষয়েও একমত হতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত
- মোংলায় দুর্গাপূজায় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করল উপজেলা বিএনপি
- নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পাহারায় বিএনপি নেতারা
- রাজধানীতে বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি, দুইজন আটক
- ‘তারেক রহমানের নেতৃত্বেই আসবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ’
- এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ
- মালয়েশিয়ায় ভয়াবহ মানবপাচার
- বুধবার থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
- উইন্ডিজকে গুঁড়িয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়
- প্রকাশ্যে জয়ের ‘বোকা’ অ্যালবামের প্রথম গান
- রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
- সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান শুরু
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ সেপ্টেম্বর)
- চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
- যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে স্থায়ী বসবাসের নিয়ম
- ৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন
- অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
- বিশ্বনাথে রেলের পরিত্যক্ত কক্ষে ৩ ককটেল উদ্ধার
- টিকটকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেফতার