সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মধু

মধু

পৃথিবীর একমাত্র উপাদান মধু যা কখনো নষ্ট হয় না। বহুগুণে গুণান্বিত এই মধু। ত্বকের বলিরেখা, পোড়া, ব্রণসহ সব ধরনের দাগ দূর করতে সাহায্য করে মধু। এ ছাড়া মধুতে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজার। ঘরে বসেই মধু দিয়ে করে নিতে পারেন ত্বকের চর্চা। ত্বকের যত্নে ঠিক কী উপায়ে এবং কতটুকু পরিমাণে মধু ব্যবহার করবেন তা নিয়েই কিছু টিপস- * বাইরে থেকে ঘরে ফিরে মধু ও আটা মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখে নিয়মিত এই প্যাক লাগালে মুখের দাগ দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল। ত্বক উজ্জ্বল করতে কয়েকটি বাদাম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। বাদাম পেস্ট করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। ভালো করে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। মুখের বলিরেখা ও দাগ দূর করতে ময়দার সঙ্গে মধু ও পানি মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে অল্প পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি একদিন পর পর করতে হবে। * যাদের ত্বক তৈলাক্ত তারা শসার সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। তুলার প্যাড দিয়ে আলতোভাবে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। * ত্বকের ডেডসেল দূর করতে চালের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে ভালো করে ম্যাসাজ করুন। যখন ত্বক শুষ্ক লাগবে তখন হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। স্ক্রাব সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন। * টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করতে পারেন ন্যাচারাল টোনার। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে কোমল ও মসৃণ। * ব্লেন্ডারে একটি আপেলের সঙ্গে এক চামচ মধু দিয়ে ভালো করে ব্লেড করুন। এটি ত্বকে টোনার হিসেবে ভালো কাজ করে।

-আফতাব চৌধুরী

 

 

সর্বশেষ খবর