মাদারীপুরে এক কলেজশিক্ষককে হত্যার চেষ্টা চালাতে গিয়ে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে তিন ঘাতকের একজন ধরা পড়েছে। আটক ঘাতক একজন শিবিরকর্মী বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকা থেকে সে মাদারীপুরে গিয়েছিল কিলিং মিশন বাস্তবায়ন করতে। খুনিদের টার্গেট ছিলেন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী। কলেজের কাছেই এক বাড়িতে ভাড়া থাকতেন ওই শিক্ষক। গত বুধবার বিকাল ৪টার দিকে তিন দুর্বৃত্ত তার বাসার কলিংবেল টিপে। কলেজশিক্ষক রিপন দরজা খুলে দিতেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় শিক্ষকের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। দুুই দুর্বৃত্ত তাতে সফল হলেও ধরা পড়ে একজন। তার পকেটে জামায়াত-শিবির পরিচালিত একটি সুপরিচিত কোচিং সেন্টারের চাবি ছিল। গোলাম ফয়জুল্লাহ ফাহিম (২০) নামের আটক দুর্বৃত্ত ঢাকার উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গত তিন বছরে অর্ধশতাধিক টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে বাংলাদেশে। হাতেনাতে খুনির ধরা পড়ার এটি দ্বিতীয় ঘটনা। টার্গেট কিলিংয়ে কারা জড়িত, তাদের নেপথ্যের শক্তি কারা তা উদঘাটনে আটক দুর্বৃত্তদের কাছে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও যথাযথ তদন্ত চালালে তা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্রের চেহারা উন্মোচনে ভূমিকা রাখতে পারে। আমরা আশা করব আটক দুর্বৃত্তকে জিজ্ঞাসাবাদ করে তার দুই সহযোগীর নাম ও পরিচয় উদঘাটন করা হবে। অন্যান্য কিলিং হত্যার ব্যাপারেও সংগ্রহ করা হবে তথ্য-উপাত্ত। দেশকে জঙ্গিবাদের হুমকিমুক্ত রাখার স্বার্থেই জঙ্গিবাদের হোতাদের পরিচয় জানা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য। ছায়ার বিরুদ্ধে লড়াইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে। তা কাটিয়ে ওঠার সব সুযোগ গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই। বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি এ জাতির মূল্যবান উপাদান। দুর্বৃত্তরা সে ভাবমূর্তিকে ধ্বংস করার অপপ্রয়াসে লিপ্ত। তাদের বিরুদ্ধে নমনীয় হওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
জঙ্গিদের পেছনে কারা
রহস্য উদঘাটনে সক্রিয় হোন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর