ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয়ের ইনজেকশন পুশে মারা গেছেন এক তরুণ রোগী। ওয়ার্ডবয়ের কাজ কোনোভাবেই রোগীকে ইনজেকশন দেওয়া নয়। ঢাকা মেডিকেল কলেজের মতো দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে তা কল্পনা করাও কঠিন। শত সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসার ক্ষেত্রে আস্থার প্রতীক বলে ভাবা হতো এ প্রতিষ্ঠানটিকে। বলা হতো ঢাকা মেডিকেলে কোনো রোগী নেওয়া হলে তাদের প্রত্যাখ্যাত হতে হয় না। তবে দীর্ঘদিন ধরে তাদের নামেও ছড়িয়ে পড়েছে ভিন্ন ধরনের দুর্নাম। দেশের এই শীর্ষস্থানীয় হাসপাতালটি সুইপার, দারোয়ান, ওয়ার্ডবয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছে জিম্মি এমন অভিযোগ ওপেন সিক্রেট বলে বিবেচিত। গত শুক্রবার এ হাসপাতালে ওয়ার্ডবয়ের ইনজেকশন পুশে চিকিৎসারত এক তরুণের মৃত্যুর পর তাদের দৌরাত্ম্যের বিষয়টি সামনে এসেছে। গত রবিবার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় বিপ্লব মণ্ডল নামের এক তরুণ। তাকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালে। এ হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিপ্লবের অভিভাবকদের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে— শনিবার রোগীকে রিলিজ দেওয়ার কথা বলেছিলেন চিকিৎসকরা। এ অবস্থায় শুক্রবার বিকালে ওয়ার্ডবয় সুমন এসে বলে কাল তো আপনারা চলে যাবেন, আজ একটি ইনজেকশন দিতে হবে। সে ইনজেকশন পুশের পাঁচ মিনিটের মধ্যেই বিপ্লবের মৃত্যু হয়। বিপ্লবের বাবার অভিযোগ, তার ছেলেকে ওয়ার্ডবয় মেরে ফেলেছে। মৃত্যুর জন্য ভুল চিকিৎসাকে দায়ী করেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন ইনজেকশন দেওয়ার এখতিয়ার ওয়ার্ডবয়ের নেই। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা। ইতিমধ্যে ওয়ার্ডবয় সুমনকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে ওয়ার্ডবয়ের চিকিৎসক বা নার্স সাজার ঘটনা দেশের বিভিন্ন হাসপাতালে অহরহ ঘটছে এমন অভিযোগও প্রবল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানও যে তা থেকে ব্যতিক্রম নয়, একজন তরুণ রোগী জীবন দিয়ে সে সত্যটি উদঘাটিত করলেন। আমরা আশা করব নিজেদের সুনামের স্বার্থেই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এ ঘটনার দায় নির্ণয় করে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। ওয়ার্ডবয়কে যিনি বা যারা চিকিৎসক সাজার সুযোগ দিয়েছেন তাদের শাস্তিও নিশ্চিত করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ