রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

অর্জুন

অর্জুন

অর্জুন একটি সুপরিচিত গাছ। অর্জুন গাছের ওষুধি গুণ অতুলনীয়। সাধারণত রোগ নিরাময়ে অর্জুন ছাল প্রধানত ব্যবহৃত হলেও পাতা-ফলসহ সম্পূর্ণ গাছটি নানাবিধ কাজে ব্যবহৃত হয়। হৃদরোগ নিরাময়ে অর্জুনের ছালের ব্যবহার সর্বজন স্বীকৃত। বর্তমানে বাজারে এর অনেক পেটেন্ট ওষুধও পাওয়া যায়। অর্জুন ছাল ভালোভাবে প্রেষণ করে চিনি ও গরুর দুধের সঙ্গে প্রত্যহ সকালে সেবন করলে সব ধরনের হৃদরোগে উপকার পাওয়া যায়। অনেক সময় দেখা যায় বুক ধড়ফড় করে অথচ উচ্চরক্তচাপ নেই সে ক্ষেত্রে অর্জুন ছাল দুধ ও পানির সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো নিয়মিত সেবন করলে উপকার পাওয়া যায়। রক্ত নিম্নচাপ থাকলেও এর ছাল বেশ উপকারী। কোথাও থেকে রক্ত পড়লে ৫-৬ গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে পানিটুকু খেলে আরোগ্য হয়। শ্বেত বা রক্ত প্রদাহে ছাল ভিজানো পানি আধা চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশম হয়। ক্ষয় কাশে অর্জুন ছালের গুঁড়ো বাসক পাতার রসে ভিজিয়ে ঘি, মধু ও মিছরি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। রক্ত আমাশয়ে অর্জুন ছালের চূর্ণ তৈরি করে ছাগলের দুধ মিশিয়ে খেলে রোগ সেরে যায়। মচকে গেলে বা হাড়ে চিব খেলে এর ছাল ও রসুন বেটে বেঁধে রাখলে সেরে যায়। অর্জুন ছালের মিহি গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে লাগালে মুখে মেচতার দাগ মিলিয়ে যায়। এর ফল হার্নিয়া এবং হাঁপানি নিরাময়ে বেশ কার্যকর।

—ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর