জোড়া অবস্থায় জন্ম নেওয়া শিশু তোফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। জন্মের দীর্ঘ ১০ মাস পর গত মঙ্গলবার ঢাকা মেডিকেলের ১৬ জন সার্জন সাড়ে ৬ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া অবস্থায় থাকা দুই শিশুকে আলাদা করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে। তোফা ও তহুরা নামের যমজ শিশু পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। তবে মাথা-হাত-পা আলাদা ছিল। তোফা ও তহুরাকে আলাদা করতে দুটি অপারেশন থিয়েটারে রেখে দুই দলে ভাগ হয়ে কাজ করেন ঢাকা মেডিকেলের সার্জনরা। দুই শিশুর স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, মলত্যাগের রাস্তা ও প্রস্রাবের রাস্তা আলাদা করা হয় দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে। তোফা-তহুরার মায়ের গর্ভ থেকে জোড়া লাগানোকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পাইগোপেগাস’ বলা হয়। এই অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের ১৬ সার্জন যুক্ত ছিলেন। ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটিই প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হলেও সে সব শিশুর ধরন ছিল আলাদা। স্মর্তব্য, জন্মের সময় দুই শিশুর মলত্যাগের রাস্তা ছিল না। জন্মের আট দিনের মাথায় ঢাকা মেডিকেলে তাদের মল ত্যাগের রাস্তা তৈরি করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে। সে সময়ই সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে দুজনকে আলাদা করার জন্য অস্ত্রোপচার করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাইগোপেগাস শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করার ঘটনাকে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অস্ত্রোপচারের পর তোফা ও তহুরা দুই শিশুই সুস্থ আছে। তবে চিকিৎসকরা বলেছেন এ ধরনের জটিল অস্ত্রোপচারের পর ঝুঁকি থাকে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের ঝুঁকি থাকায় দুই শিশুকে হাসপাতালে দেখতে গিয়ে অযথা ভিড় না করার অনুরোধ করা হয়েছে। অত্যন্ত ব্যয়বহুল এই অস্ত্রোপচারে শিশুটির গরিব বাবা মায়ের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। মানবতাকে প্রাধান্য দিয়ে চিকিৎসকরা এ অস্ত্রোপচারের জন্য যে কঠোর শ্রম দিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
জোড়া শিশুর অস্ত্রোপচার
চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির পরিচায়ক
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর