জোড়া অবস্থায় জন্ম নেওয়া শিশু তোফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। জন্মের দীর্ঘ ১০ মাস পর গত মঙ্গলবার ঢাকা মেডিকেলের ১৬ জন সার্জন সাড়ে ৬ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া অবস্থায় থাকা দুই শিশুকে আলাদা করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে। তোফা ও তহুরা নামের যমজ শিশু পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। তবে মাথা-হাত-পা আলাদা ছিল। তোফা ও তহুরাকে আলাদা করতে দুটি অপারেশন থিয়েটারে রেখে দুই দলে ভাগ হয়ে কাজ করেন ঢাকা মেডিকেলের সার্জনরা। দুই শিশুর স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, মলত্যাগের রাস্তা ও প্রস্রাবের রাস্তা আলাদা করা হয় দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে। তোফা-তহুরার মায়ের গর্ভ থেকে জোড়া লাগানোকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পাইগোপেগাস’ বলা হয়। এই অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের ১৬ সার্জন যুক্ত ছিলেন। ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটিই প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হলেও সে সব শিশুর ধরন ছিল আলাদা। স্মর্তব্য, জন্মের সময় দুই শিশুর মলত্যাগের রাস্তা ছিল না। জন্মের আট দিনের মাথায় ঢাকা মেডিকেলে তাদের মল ত্যাগের রাস্তা তৈরি করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে। সে সময়ই সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে দুজনকে আলাদা করার জন্য অস্ত্রোপচার করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাইগোপেগাস শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করার ঘটনাকে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অস্ত্রোপচারের পর তোফা ও তহুরা দুই শিশুই সুস্থ আছে। তবে চিকিৎসকরা বলেছেন এ ধরনের জটিল অস্ত্রোপচারের পর ঝুঁকি থাকে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের ঝুঁকি থাকায় দুই শিশুকে হাসপাতালে দেখতে গিয়ে অযথা ভিড় না করার অনুরোধ করা হয়েছে। অত্যন্ত ব্যয়বহুল এই অস্ত্রোপচারে শিশুটির গরিব বাবা মায়ের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। মানবতাকে প্রাধান্য দিয়ে চিকিৎসকরা এ অস্ত্রোপচারের জন্য যে কঠোর শ্রম দিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
জোড়া শিশুর অস্ত্রোপচার
চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির পরিচায়ক
Not defined
প্রিন্ট ভার্সন
