হত্যাচেষ্টা মামলার এক আসামির জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গত মঙ্গলবার যেভাবে হৈ-হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা শুধু অপ্রত্যাশিতই নয় দুর্ভাগ্যজনক। এই হট্টগোল ও ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তারা কেউ বহিরাগত নয়। হত্যাচেষ্টা মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন ঢাকা বারের একজন শীর্ষ স্থানীয় আইনজীবী নেতা। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করলে বিচারকের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে জুনিয়র এক আইনজীবী পেছনে থেকে এজলাস লক্ষ্য করে প্লাস্টিকের ঝুড়ি নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ত্যাগ করলে আদালতে ভাঙচুর শুরু হয়। কয়েকশ আইনজীবী সংঘবদ্ধ হয়ে আদালত প্রাঙ্গণে ভাঙচুরের তাণ্ডব চালায়। বিচার প্রার্থী লোকজনের মধ্যে এ অসহিষ্ণু আচরণ আতঙ্ক সৃষ্টি করে। আদালত প্রাঙ্গণে হট্টগোল ও ভাঙচুরের পর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছয়টি এজলাসে মঙ্গলবার আর কোনো কাজ অনুষ্ঠিত হয়নি। পরে আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন ঢাকার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচারকরা। বৈঠকে আদালতে অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়। আদালত প্রাঙ্গণে হট্টগোল বিশেষত ভাঙচুরের ঘটনা বিচার বিভাগের ভাবমূর্তির জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে। যারা এ অসহিষ্ণুতায় জড়িত তারা শুধু আদালত নয় নিজেদের মর্যাদাই ক্ষুণ্ন করেছেন। বিচার বিভাগের মর্যাদার যারা অংশীদার তারা আদালতে হট্টগোল সৃষ্টির সঙ্গে জড়িত হবেন এটি অশনি সংকেতের নামান্তর। আমরা আশা করব বিচারপ্রার্থী মানুষের আশ্রয়স্থল হিসেবে আদালতের যে উচ্চ ভাবমূর্তি রয়েছে তা রক্ষায় সংশ্লিষ্ট সবাই যত্নবান হবেন। অসহিষ্ণুতা যাতে নিজেদের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে না আনে সে ব্যাপারে সবার যত্নবান ভূমিকা একান্তই কাম্য।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার