অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রস্তাবিত বাজেট সম্পর্কে মহল বিশেষের নেতিবাচক সমালোচনা জোরের সঙ্গে নাকচ করে দিয়েছেন। সাফ সাফ বলেছেন শুধু এটি নয়, তার দেওয়া প্রতিটি বাজেটই নির্বাচনী বাজেট। নিজের সম্পর্কে বলেছেন, তিনি একজন রাজনীতিক, একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দলের নীতিনির্ধারণে তিনি ভূমিকা রাখেন। তাই তার প্রতিটি বাজেটই রাজনৈতিক বাজেট হবে, নির্বাচনী বাজেট হবে— এটাই স্বাভাবিক। দেশ ছিল এক সময় দরিদ্র, অনাহারী, অভাবী মানুষের। সেই দেশ এখন উন্নত। গ্রামে এখন মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। মঙ্গা আজ জাদুঘরে চলে গেছে। দেশে এখন আর কোথাও অভাব নেই। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেছেন দেশে এখন দারিদ্র্যের হার ২০ শতাংশ। এক সময় যে হার ছিল ৭০ শতাংশ। এই কিছু দিন আগে দেশে ৩০ শতাংশ মানুষ ছিল গরিব। ৭ বছর আগে সাড়ে ৩০ শতাংশ মানুষ দরিদ্র ছিল, আর আজ সেটা ২২ দশমিক ৪ শতাংশ। যারা চূড়ান্ত গরিব বা হতদরিদ্র তাদের সংখ্যা ছিল ১৮ শতাংশ। এখন সেটা ১১ শতাংশ। যারা বলেন, দেশে গরিব মারার বাজেট হচ্ছে, ধনীকে তেল দেওয়ার বাজেট হচ্ছে— তারা কি বোঝাতে চান দেশের উন্নয়ন কিছুই হয়নি? বৈদেশিক ঋণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন, দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ নেওয়া হচ্ছে। কিন্তু এটা একবারে নয় ২০২৪ সাল পর্যন্ত নেওয়া হবে। বাকি থাকে ২০ বিলিয়ন ডলার। এটা খুব বেশি নয়। ঋণ পরিশোধেও বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নতুন বাজেট শুধু নয়, তার প্রতিটি বাজেটকে নির্বাচনী বাজেট হিসেবে স্বীকার করে নিয়ে প্রকারান্তরে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। যে কোনো সরকার পরবর্তী নির্বাচনকে সামনে রেখে বাজেট প্রণয়নে জনতুষ্টিকে প্রাধান্য দেবে এমনটিই স্বাভাবিক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্য সব কিছুর চেয়ে সাধারণ মানুষ যাতে বাজেটকে তাদের ওপর বোঝা হিসেবে না ভাবে সে চেষ্টাই করেছেন। অর্থমন্ত্রীর প্রতিটি বাজেটে তাত্ত্বিক কপচানির বদলে বাস্তবতা বোধকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে কারণে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে আকাশ ছোঁয়ার কৃতিত্ব অর্জন করতে চলেছে। বাজেট নিয়ে সমালোচনার খুব একটা সুযোগ না থাকলেও এর সফল বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সেটিই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
বাজেট বিতর্ক
অর্থমন্ত্রী ঠিক কথাই বলেছেন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর