আরও একজন সাংবাদিক নৃশংস হত্যাকা্লের শিকার হলেন। সুবর্ণা নদী নামের পাবনার ওই সাংবাদিককে মঙ্গলবার রাতে শহরের রাধানগরে সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনো সংবাদের কারণে নয়, পারিবারিক বিরোধের কারণে নদীকে হত্যাকা্লের শিকার হতে হয়েছে। এই হত্যাকা্লে তার সাবেক স্বামী, শ্বশুর এবং তাদের সহযোগীরা জড়িত। এ অভিযোগের ভিত্তিতে সুবর্ণা নদীর সাবেক শ্বশুরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সাবেক স্বামী ও অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নদী সাবেক স্বামীর কাছ থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়। সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে তিন বছর আগে শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে রাজীবের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। নদীর বড় বোন চম্পা খাতুনের অভিযোগ রাজীবের সঙ্গে দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে সুবর্ণা পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে গত বছরের ৩০ মে যৌতুকের একটি মামলা করেন। এ মামলায় সুবর্ণার সাবেক স্বামী রাজীব ও তার বাবা আবুল হোসেনসহ তিনজনকে আসামি করা হয়। মঙ্গলবার এই মামলায় সুবর্ণা তার পক্ষে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন। মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় আসামিরা পরিকল্পিতভাবে সুবর্ণাকে হত্যা করেছে। সুবর্ণা নদী বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি এবং পাবনার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষে ফেরার পথে বাসার সামনে এলে আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে সুর্বণা নদীর পেটে, মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যে কারণেই সুবর্ণা নদী হত্যাকা্ল হোক না কেন, খুনিদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে আমরা এমনটিই দেখতে চাই। ইতিমধ্যে এ হত্যাকা্লকে কেন্দ্র করে পাবনার সাংবাদিকরা ফুঁসে উঠেছেন, দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। দেশে এ যাবৎ সাংবাদিক হত্যার যে সব ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই তা ধামাচাপা পড়েছে। সুবর্ণা নদী হত্যার ক্ষেত্রে তা যাতে না ঘটে তেমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
পাবনায় সাংবাদিক হত্যা
অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর