ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহনন সারা জাতিকে যেমন বেদনাহত করেছে তেমন দেশের শিক্ষাব্যবস্থাকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। অরিত্রীর বিরুদ্ধে পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া ও অসদুপায় অবলম্বনের অভিযোগ তুলে তাকে বের করে দেওয়া হয়। সোমবার তার বাবা-মাকে স্কুলে ডেকে নিয়ে ছাড়পত্র দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তার বাবার সঙ্গে অপমানজনক আচরণ করা হয়। অপমানের লজ্জায় অরিত্রীর বাবা কেঁদেও ফেলেন। বাবার অপমানের প্রতিক্রিয়া হিসেবেই সে বাসায় গিয়ে আত্মহত্যা করে। অরিত্রীর বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ করা হলেও তা কতটা সত্য সংশয়ের ঊর্ধ্বে নয়। পরীক্ষা হলে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ, সে তা ভঙ্গ করেছে এটি খুবই স্পষ্ট। কিন্তু টেবিলে মোবাইল ফোন রেখে কেউ নকল করবে এটি খুব বেশি গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে পাঠাতে পারেন। কিন্তু তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা শিক্ষকসুলভ মনোভাবের পরিচয় নয়। ভিকারুননিসা নূন স্কুল দেশের মানসম্মত স্কুলগুলোর একটি। একমাত্র মেধাবীরাই এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায়। প্রশ্ন হলো, মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় অসদুপায়ের পথ বেছে নেবে কেন? কেউ বিচ্ছিন্নভাবে বেছে নিলেও তার সঙ্গে কি এমন আচরণ করতে হবে যাতে সে আত্মহননের পথ বেছে নেয়! হাই কোর্টের দুটি বেঞ্চ তাদের পৃথক আদেশে অরিত্রীর আত্মহত্যার ঘটনাকে হৃদয়বিদারক ও বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছে উচ্চ আদালত। আমরা অরিত্রী অধিকারীর আত্মহননের ঘটনায় দারুণভাবে মর্মাহত। আমাদের বিশ্বাস, শিক্ষাপ্রতিষ্ঠানে বিকারগ্রস্ত পরিবেশের যাতে আর উদ্ভব না হয় তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও কাউন্সেলিং প্রয়োজন। অরিত্রীর আত্মহননের ঘটনায় গঠিত তদন্ত কমিশন দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেবে এবং তাতে যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এমনটিও আমরা দেখতে চাই।
শিরোনাম
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
অরিত্রীর আত্মহনন
কাঠগড়ায় দেশের শিক্ষাব্যবস্থা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর