একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজের প্রথম খেলায় সহজ জয় তুলে নিয়ে নিজেদের এগিয়ে রাখল টাইগাররা। ৮৫ বল হাতে রেখেই তারা ক্যারিবীয় প্রতিপক্ষকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্যও এটি এক অনন্য বিজয়। তার ২০০তম ওয়ান ডে ম্যাচে দলকে শুধু জয়ী করা নয়, নিজেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শনিবার ওয়ান ডে ম্যাচের আগের দিন টস জয়কে মহাগুরুত্বপূর্ণ বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। রাতের কুয়াশাকে জয় করতে জিততে চেয়েছিলেন টস। করতে চেয়েছিলেন শুরুতে ব্যাটিং। পূরণ হয়নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের স্বপ্ন। তার পরও মাশরাফি বাহিনী দুরন্ত বোলিং করে সফরকারী দলকে ৫০ ওভারে বেঁধে ফেলে ১৯৫ রানে। ক্যারিয়ারের ২০০ নম্বর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে আলোয় আলোকিত করে রাখেন মাশরাফি। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়কের পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ১৯৬ রানের টার্গেট পূরণে টাইগারদের জয় কতটা সহজ ছিল তা বলা মুশকিল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও লিটন দাস ৩৭ রানের বেশি এগোতে পারেননি। এর মধ্যে তামিম ইকবাল বিদায় নেন ১২ রানে। ইমরুল কায়েসের রানও মাত্র ৪। তৃতীয় জুটিতে লিটন ও মুশফিক ৪৭ রান করে বিপর্যয় ঠেকান। লিটন বিদায় নিলে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও সাকিব। সাকিব সাজঘরে ফেরেন ৩০ রান করে। মুশফিকের সঙ্গে অতঃপর যোগ দেন মাহমুদুল্লাহ এবং ১৪.১ ওভার হাতে রেখেই ৫ ইউকেটে জয়ী হয় বাংলাদেশ। চলতি বছর ১৮টি ম্যাচে এটি টাইগারদের ১২ নম্বর জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি বছরের তৃতীয় জয়। নিজের ২০০তম ওয়ান ডে ম্যাচে মাশরাফি জয়ী হয়েছেন এমন একসময় যখন তিনি জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ বধের জন্য টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
টাইগারদের জয়
অনন্য উচ্চতায় মাশরাফি বিন মর্তুজা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর