একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজের প্রথম খেলায় সহজ জয় তুলে নিয়ে নিজেদের এগিয়ে রাখল টাইগাররা। ৮৫ বল হাতে রেখেই তারা ক্যারিবীয় প্রতিপক্ষকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্যও এটি এক অনন্য বিজয়। তার ২০০তম ওয়ান ডে ম্যাচে দলকে শুধু জয়ী করা নয়, নিজেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শনিবার ওয়ান ডে ম্যাচের আগের দিন টস জয়কে মহাগুরুত্বপূর্ণ বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। রাতের কুয়াশাকে জয় করতে জিততে চেয়েছিলেন টস। করতে চেয়েছিলেন শুরুতে ব্যাটিং। পূরণ হয়নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের স্বপ্ন। তার পরও মাশরাফি বাহিনী দুরন্ত বোলিং করে সফরকারী দলকে ৫০ ওভারে বেঁধে ফেলে ১৯৫ রানে। ক্যারিয়ারের ২০০ নম্বর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে আলোয় আলোকিত করে রাখেন মাশরাফি। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়কের পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ১৯৬ রানের টার্গেট পূরণে টাইগারদের জয় কতটা সহজ ছিল তা বলা মুশকিল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও লিটন দাস ৩৭ রানের বেশি এগোতে পারেননি। এর মধ্যে তামিম ইকবাল বিদায় নেন ১২ রানে। ইমরুল কায়েসের রানও মাত্র ৪। তৃতীয় জুটিতে লিটন ও মুশফিক ৪৭ রান করে বিপর্যয় ঠেকান। লিটন বিদায় নিলে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও সাকিব। সাকিব সাজঘরে ফেরেন ৩০ রান করে। মুশফিকের সঙ্গে অতঃপর যোগ দেন মাহমুদুল্লাহ এবং ১৪.১ ওভার হাতে রেখেই ৫ ইউকেটে জয়ী হয় বাংলাদেশ। চলতি বছর ১৮টি ম্যাচে এটি টাইগারদের ১২ নম্বর জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি বছরের তৃতীয় জয়। নিজের ২০০তম ওয়ান ডে ম্যাচে মাশরাফি জয়ী হয়েছেন এমন একসময় যখন তিনি জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ বধের জন্য টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
টাইগারদের জয়
অনন্য উচ্চতায় মাশরাফি বিন মর্তুজা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর