একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজের প্রথম খেলায় সহজ জয় তুলে নিয়ে নিজেদের এগিয়ে রাখল টাইগাররা। ৮৫ বল হাতে রেখেই তারা ক্যারিবীয় প্রতিপক্ষকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্যও এটি এক অনন্য বিজয়। তার ২০০তম ওয়ান ডে ম্যাচে দলকে শুধু জয়ী করা নয়, নিজেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শনিবার ওয়ান ডে ম্যাচের আগের দিন টস জয়কে মহাগুরুত্বপূর্ণ বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। রাতের কুয়াশাকে জয় করতে জিততে চেয়েছিলেন টস। করতে চেয়েছিলেন শুরুতে ব্যাটিং। পূরণ হয়নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের স্বপ্ন। তার পরও মাশরাফি বাহিনী দুরন্ত বোলিং করে সফরকারী দলকে ৫০ ওভারে বেঁধে ফেলে ১৯৫ রানে। ক্যারিয়ারের ২০০ নম্বর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে আলোয় আলোকিত করে রাখেন মাশরাফি। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়কের পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ১৯৬ রানের টার্গেট পূরণে টাইগারদের জয় কতটা সহজ ছিল তা বলা মুশকিল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও লিটন দাস ৩৭ রানের বেশি এগোতে পারেননি। এর মধ্যে তামিম ইকবাল বিদায় নেন ১২ রানে। ইমরুল কায়েসের রানও মাত্র ৪। তৃতীয় জুটিতে লিটন ও মুশফিক ৪৭ রান করে বিপর্যয় ঠেকান। লিটন বিদায় নিলে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও সাকিব। সাকিব সাজঘরে ফেরেন ৩০ রান করে। মুশফিকের সঙ্গে অতঃপর যোগ দেন মাহমুদুল্লাহ এবং ১৪.১ ওভার হাতে রেখেই ৫ ইউকেটে জয়ী হয় বাংলাদেশ। চলতি বছর ১৮টি ম্যাচে এটি টাইগারদের ১২ নম্বর জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি বছরের তৃতীয় জয়। নিজের ২০০তম ওয়ান ডে ম্যাচে মাশরাফি জয়ী হয়েছেন এমন একসময় যখন তিনি জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ বধের জন্য টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
টাইগারদের জয়
অনন্য উচ্চতায় মাশরাফি বিন মর্তুজা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর