একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজের প্রথম খেলায় সহজ জয় তুলে নিয়ে নিজেদের এগিয়ে রাখল টাইগাররা। ৮৫ বল হাতে রেখেই তারা ক্যারিবীয় প্রতিপক্ষকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্যও এটি এক অনন্য বিজয়। তার ২০০তম ওয়ান ডে ম্যাচে দলকে শুধু জয়ী করা নয়, নিজেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শনিবার ওয়ান ডে ম্যাচের আগের দিন টস জয়কে মহাগুরুত্বপূর্ণ বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। রাতের কুয়াশাকে জয় করতে জিততে চেয়েছিলেন টস। করতে চেয়েছিলেন শুরুতে ব্যাটিং। পূরণ হয়নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের স্বপ্ন। তার পরও মাশরাফি বাহিনী দুরন্ত বোলিং করে সফরকারী দলকে ৫০ ওভারে বেঁধে ফেলে ১৯৫ রানে। ক্যারিয়ারের ২০০ নম্বর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে আলোয় আলোকিত করে রাখেন মাশরাফি। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়কের পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ১৯৬ রানের টার্গেট পূরণে টাইগারদের জয় কতটা সহজ ছিল তা বলা মুশকিল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও লিটন দাস ৩৭ রানের বেশি এগোতে পারেননি। এর মধ্যে তামিম ইকবাল বিদায় নেন ১২ রানে। ইমরুল কায়েসের রানও মাত্র ৪। তৃতীয় জুটিতে লিটন ও মুশফিক ৪৭ রান করে বিপর্যয় ঠেকান। লিটন বিদায় নিলে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও সাকিব। সাকিব সাজঘরে ফেরেন ৩০ রান করে। মুশফিকের সঙ্গে অতঃপর যোগ দেন মাহমুদুল্লাহ এবং ১৪.১ ওভার হাতে রেখেই ৫ ইউকেটে জয়ী হয় বাংলাদেশ। চলতি বছর ১৮টি ম্যাচে এটি টাইগারদের ১২ নম্বর জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি বছরের তৃতীয় জয়। নিজের ২০০তম ওয়ান ডে ম্যাচে মাশরাফি জয়ী হয়েছেন এমন একসময় যখন তিনি জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ বধের জন্য টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ