একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজের প্রথম খেলায় সহজ জয় তুলে নিয়ে নিজেদের এগিয়ে রাখল টাইগাররা। ৮৫ বল হাতে রেখেই তারা ক্যারিবীয় প্রতিপক্ষকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্যও এটি এক অনন্য বিজয়। তার ২০০তম ওয়ান ডে ম্যাচে দলকে শুধু জয়ী করা নয়, নিজেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শনিবার ওয়ান ডে ম্যাচের আগের দিন টস জয়কে মহাগুরুত্বপূর্ণ বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। রাতের কুয়াশাকে জয় করতে জিততে চেয়েছিলেন টস। করতে চেয়েছিলেন শুরুতে ব্যাটিং। পূরণ হয়নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের স্বপ্ন। তার পরও মাশরাফি বাহিনী দুরন্ত বোলিং করে সফরকারী দলকে ৫০ ওভারে বেঁধে ফেলে ১৯৫ রানে। ক্যারিয়ারের ২০০ নম্বর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে আলোয় আলোকিত করে রাখেন মাশরাফি। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অধিনায়কের পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ১৯৬ রানের টার্গেট পূরণে টাইগারদের জয় কতটা সহজ ছিল তা বলা মুশকিল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও লিটন দাস ৩৭ রানের বেশি এগোতে পারেননি। এর মধ্যে তামিম ইকবাল বিদায় নেন ১২ রানে। ইমরুল কায়েসের রানও মাত্র ৪। তৃতীয় জুটিতে লিটন ও মুশফিক ৪৭ রান করে বিপর্যয় ঠেকান। লিটন বিদায় নিলে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও সাকিব। সাকিব সাজঘরে ফেরেন ৩০ রান করে। মুশফিকের সঙ্গে অতঃপর যোগ দেন মাহমুদুল্লাহ এবং ১৪.১ ওভার হাতে রেখেই ৫ ইউকেটে জয়ী হয় বাংলাদেশ। চলতি বছর ১৮টি ম্যাচে এটি টাইগারদের ১২ নম্বর জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি বছরের তৃতীয় জয়। নিজের ২০০তম ওয়ান ডে ম্যাচে মাশরাফি জয়ী হয়েছেন এমন একসময় যখন তিনি জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ বধের জন্য টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
টাইগারদের জয়
অনন্য উচ্চতায় মাশরাফি বিন মর্তুজা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর