বেতন নেন, সব সুযোগ-সুবিধা ভোগ করেন কিন্তু হাসপাতালে ঠিকমতো দায়িত্ব পালন করেন না ডাক্তাররা। সবার ক্ষেত্রে এটি সত্যি না হলেও বাংলাদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চলছে এমনই যাচ্ছেতাই অবস্থা। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা না দিয়ে বাইরে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত। ফলে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা হয়রানির শিকার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুদক আট জেলায় অভিযান চালায়। এ সময় ঢাকার হাসপাতালে নিয়োজিত থাকা মোট চিকিৎসকের ১০ ভাগই ছিলেন অনুপস্থিত। আর ঢাকার বাইরে ৬১ শতাংশের বেশি। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত একযোগে আট জেলার ১১টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অভিযান চালায় দুদকের অ্যানফোর্সমেন্ট টিম। এর মধ্যে রাজধানীর তিনটি, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়ার একটি করে এবং পাবনার দুটি হাসপাতাল রয়েছে। অভিযান শেষে বলা হয়, ঢাকার বাইরে সাতটি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির হার প্রায় ৬১.৮ শতাংশ। তবে একমাত্র রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে সব চিকিৎসককেই উপস্থিত পাওয়া যায়। কিন্তু সেখানেও ঘুষ গ্রহণের অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। চিকিৎসা একটি মানবিক পেশা। দুনিয়ার সবচেয়ে মহত্তম পেশাগুলোরও একটি। বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল দেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। চিকিৎসা যেহেতু মানুষের মৌলিক অধিকারের অন্যতম, সেহেতু শত সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা খাতে প্রতিটি সরকার বাজেটের এক বড় অংশ ব্যয় করেছে। কিন্তু সে সুফল গণমানুষের কল্যাণে শতভাগ ব্যবহৃত হয়নি চিকিৎসকদের একাংশের অকৃতজ্ঞ মনোভাবের কারণে। চিকিৎসা শিক্ষায় রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করলেও বেতন-ভাতা নিয়েও জনগণের সেবায় নিবেদিত না হওয়া দুর্ভাগ্যজনক। এ অন্যায়ের অবসান হওয়া উচিত।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে