জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত অর্থবছরে ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান দিয়েছে। জাতীয় সংসদে এমন একটি অনাকাক্সিক্ষত তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, গত অর্থবছরে বিমানের মোট আয় হয়েছিল ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা। এ দুঃসংবাদের পাশাপাশি প্রতিমন্ত্রী সংসদকে জানিয়েছেন, গত অর্থবছরের আগের তিন অর্থবছরে বিমান লাভে ছিল। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে লাভ করেছে ৪৬ কোটি ৭৬; ২০১৫-১৬ অর্থবছরে লাভ করেছে ২৩৫ কোটি ৫০ লাখ ও ২০১৪-১৫ অর্থবছরে লাভ করেছে ২৭৫ কোটি ৯৯ লাখ টাকা। তবে গত অর্থবছরে উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে খরচ বেড়ে যাওয়াসহ বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন ও এয়ারক্রাফট ক্রু মেইনটেন্যান্স ইন্স্যুরেন্সের কারণে বিমানকে ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান দিতে হয়েছে। বিমানকে লাভজনক করার লক্ষ্যে নতুন নতুন রুট চিহ্নিতকরণ এবং বর্তমান লাভজনক রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুয়াংজু, মদিনা, কলম্বো, মালে ইত্যাদি রুটে অদূর ভবিষ্যতে বিমানের সার্ভিস চালু করার পরিকল্পনার কথাও বলেছেন মন্ত্রী। সন্দেহ নেই বর্তমান সরকারের আমলে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নানামুখী চেষ্টা চলছে। এ প্রতিষ্ঠানের দুর্নীতি ও অপচয় বন্ধে নেওয়া হচ্ছে নানামুখী প্রয়াস। কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেরোর কারণে বিমানের পক্ষে লোকসানের অভিশাপ কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আমরা এ কলামে বার বার বলেছি, ১৬ কোটিরও বেশি মানুষের দেশের প্রতিনিধিত্ব করে যে বিমান সংস্থাটি তাদের লোকসানের বোঝা বইবার কোনো যুক্তিসংগত কারণ নেই। কারণ দেশের প্রায় কোটি মানুষ প্রবাসে অবস্থান করেন। প্রবাসে যাওয়া এবং দেশে আসার ক্ষেত্রে তারা বিমানকেই তাদের বাহন হিসেবে বেছে নেন। বছরে ২ লাখের বেশি মানুষ হজ ও ওমরাহর জন্য বিমানে যাতায়াত করেন। কিন্তু লিজে উড়োজাহাজ নিয়ে নিজেদের পকেট ভরা এবং প্রতি ক্ষেত্রে দুর্নীতির আসর বিমানকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সেসব ক্ষেত্রে হাত দিতে হবে।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
লোকসানি প্রতিষ্ঠান বিমান
দুর্নীতি বন্ধের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর