জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত অর্থবছরে ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান দিয়েছে। জাতীয় সংসদে এমন একটি অনাকাক্সিক্ষত তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, গত অর্থবছরে বিমানের মোট আয় হয়েছিল ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা। এ দুঃসংবাদের পাশাপাশি প্রতিমন্ত্রী সংসদকে জানিয়েছেন, গত অর্থবছরের আগের তিন অর্থবছরে বিমান লাভে ছিল। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে লাভ করেছে ৪৬ কোটি ৭৬; ২০১৫-১৬ অর্থবছরে লাভ করেছে ২৩৫ কোটি ৫০ লাখ ও ২০১৪-১৫ অর্থবছরে লাভ করেছে ২৭৫ কোটি ৯৯ লাখ টাকা। তবে গত অর্থবছরে উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে খরচ বেড়ে যাওয়াসহ বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন ও এয়ারক্রাফট ক্রু মেইনটেন্যান্স ইন্স্যুরেন্সের কারণে বিমানকে ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান দিতে হয়েছে। বিমানকে লাভজনক করার লক্ষ্যে নতুন নতুন রুট চিহ্নিতকরণ এবং বর্তমান লাভজনক রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুয়াংজু, মদিনা, কলম্বো, মালে ইত্যাদি রুটে অদূর ভবিষ্যতে বিমানের সার্ভিস চালু করার পরিকল্পনার কথাও বলেছেন মন্ত্রী। সন্দেহ নেই বর্তমান সরকারের আমলে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নানামুখী চেষ্টা চলছে। এ প্রতিষ্ঠানের দুর্নীতি ও অপচয় বন্ধে নেওয়া হচ্ছে নানামুখী প্রয়াস। কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেরোর কারণে বিমানের পক্ষে লোকসানের অভিশাপ কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আমরা এ কলামে বার বার বলেছি, ১৬ কোটিরও বেশি মানুষের দেশের প্রতিনিধিত্ব করে যে বিমান সংস্থাটি তাদের লোকসানের বোঝা বইবার কোনো যুক্তিসংগত কারণ নেই। কারণ দেশের প্রায় কোটি মানুষ প্রবাসে অবস্থান করেন। প্রবাসে যাওয়া এবং দেশে আসার ক্ষেত্রে তারা বিমানকেই তাদের বাহন হিসেবে বেছে নেন। বছরে ২ লাখের বেশি মানুষ হজ ও ওমরাহর জন্য বিমানে যাতায়াত করেন। কিন্তু লিজে উড়োজাহাজ নিয়ে নিজেদের পকেট ভরা এবং প্রতি ক্ষেত্রে দুর্নীতির আসর বিমানকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সেসব ক্ষেত্রে হাত দিতে হবে।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন