বাংলাদেশের জাতীয় সংগীতের কবি নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ। বাঙালির বাতিঘর হিসেবে ভাবা হয় এই মহান কবিকে। ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর সুবিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সর্বকালের সেরা এই বাঙালি কবি। কবিগুরুর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের খুলনার অধিবাসী। ঠাকুর পরিবারের জমিদারিও ছিল বাংলাদেশের ঈশ্বরদী, কুষ্টিয়া ও নওগাঁর বিভিন্ন এলাকাজুড়ে। রবীন্দ্রনাথের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত হিসেবে গৃহীত হওয়ায় বাংলাদেশের আত্মার অবিভাজ্য অংশ হিসেবে বিবেচনা করা হয় এই মহান কবিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যকে স্বদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বপরিসরে তুলে ধরার যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন তা অমরতার দাবিদার। ঔপনিবেশিক সেই যুগে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষা ও বড় মাপে বাঙালি জাতির মর্যাদা তিনি যে উচ্চতায় নিয়ে যান, তা ছিল হাজার বছরের অন্যতম সেরা অর্জন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালিই শুধু নন, এশিয়া মহাদেশে তার আগে এ মর্যাদায় কেউ নিজেকে অভিষিক্ত করতে পারেননি। আড়াই হাজার বছর আগেও পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের জনগোষ্ঠীর পরিচিতি ছিল আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে। বিদেশি শাসন ও বঞ্চনা বাঙালির পরিচয় নিষ্প্রভ করে তোলে। রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম দিয়ে বাঙালিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলেন। তার নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে প্রায় ছয় দশক পর স্বাধীনতা অর্জনের মাধ্যমে তা সমহিমায় আত্মপ্রকাশ করে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাঙালিকে অস্ত্র ধরতে শেখায় এ আত্মবিশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতাবাদের একনিষ্ঠ সাধক। বাঙালি মানুষের মতো মানুষ হয়ে উঠবে এ স্বপ্নেরই ধারক ছিলেন তিনি। আজ আমরা যখন জাতি হিসেবে বিশ্বপরিসরে জোর কদমে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন রবীন্দ্রনাথই হতে পারেন আমাদের আকাশছোঁয়ার আদর্শ। সাম্প্রদায়িকতামুক্ত মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আমাদের বাতিঘর হিসেবে বিবেচিত হতে পারেন। বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা ও অভিবাদন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০