বাংলাদেশের জাতীয় সংগীতের কবি নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ। বাঙালির বাতিঘর হিসেবে ভাবা হয় এই মহান কবিকে। ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর সুবিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সর্বকালের সেরা এই বাঙালি কবি। কবিগুরুর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের খুলনার অধিবাসী। ঠাকুর পরিবারের জমিদারিও ছিল বাংলাদেশের ঈশ্বরদী, কুষ্টিয়া ও নওগাঁর বিভিন্ন এলাকাজুড়ে। রবীন্দ্রনাথের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত হিসেবে গৃহীত হওয়ায় বাংলাদেশের আত্মার অবিভাজ্য অংশ হিসেবে বিবেচনা করা হয় এই মহান কবিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যকে স্বদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বপরিসরে তুলে ধরার যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন তা অমরতার দাবিদার। ঔপনিবেশিক সেই যুগে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষা ও বড় মাপে বাঙালি জাতির মর্যাদা তিনি যে উচ্চতায় নিয়ে যান, তা ছিল হাজার বছরের অন্যতম সেরা অর্জন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালিই শুধু নন, এশিয়া মহাদেশে তার আগে এ মর্যাদায় কেউ নিজেকে অভিষিক্ত করতে পারেননি। আড়াই হাজার বছর আগেও পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের জনগোষ্ঠীর পরিচিতি ছিল আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে। বিদেশি শাসন ও বঞ্চনা বাঙালির পরিচয় নিষ্প্রভ করে তোলে। রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম দিয়ে বাঙালিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলেন। তার নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে প্রায় ছয় দশক পর স্বাধীনতা অর্জনের মাধ্যমে তা সমহিমায় আত্মপ্রকাশ করে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাঙালিকে অস্ত্র ধরতে শেখায় এ আত্মবিশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতাবাদের একনিষ্ঠ সাধক। বাঙালি মানুষের মতো মানুষ হয়ে উঠবে এ স্বপ্নেরই ধারক ছিলেন তিনি। আজ আমরা যখন জাতি হিসেবে বিশ্বপরিসরে জোর কদমে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন রবীন্দ্রনাথই হতে পারেন আমাদের আকাশছোঁয়ার আদর্শ। সাম্প্রদায়িকতামুক্ত মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আমাদের বাতিঘর হিসেবে বিবেচিত হতে পারেন। বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা ও অভিবাদন।
শিরোনাম
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
বাঙালির বাতিঘর
কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর