বাংলাদেশের জাতীয় সংগীতের কবি নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ। বাঙালির বাতিঘর হিসেবে ভাবা হয় এই মহান কবিকে। ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর সুবিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সর্বকালের সেরা এই বাঙালি কবি। কবিগুরুর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের খুলনার অধিবাসী। ঠাকুর পরিবারের জমিদারিও ছিল বাংলাদেশের ঈশ্বরদী, কুষ্টিয়া ও নওগাঁর বিভিন্ন এলাকাজুড়ে। রবীন্দ্রনাথের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত হিসেবে গৃহীত হওয়ায় বাংলাদেশের আত্মার অবিভাজ্য অংশ হিসেবে বিবেচনা করা হয় এই মহান কবিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যকে স্বদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বপরিসরে তুলে ধরার যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন তা অমরতার দাবিদার। ঔপনিবেশিক সেই যুগে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষা ও বড় মাপে বাঙালি জাতির মর্যাদা তিনি যে উচ্চতায় নিয়ে যান, তা ছিল হাজার বছরের অন্যতম সেরা অর্জন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালিই শুধু নন, এশিয়া মহাদেশে তার আগে এ মর্যাদায় কেউ নিজেকে অভিষিক্ত করতে পারেননি। আড়াই হাজার বছর আগেও পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের জনগোষ্ঠীর পরিচিতি ছিল আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে। বিদেশি শাসন ও বঞ্চনা বাঙালির পরিচয় নিষ্প্রভ করে তোলে। রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম দিয়ে বাঙালিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলেন। তার নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে প্রায় ছয় দশক পর স্বাধীনতা অর্জনের মাধ্যমে তা সমহিমায় আত্মপ্রকাশ করে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাঙালিকে অস্ত্র ধরতে শেখায় এ আত্মবিশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতাবাদের একনিষ্ঠ সাধক। বাঙালি মানুষের মতো মানুষ হয়ে উঠবে এ স্বপ্নেরই ধারক ছিলেন তিনি। আজ আমরা যখন জাতি হিসেবে বিশ্বপরিসরে জোর কদমে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন রবীন্দ্রনাথই হতে পারেন আমাদের আকাশছোঁয়ার আদর্শ। সাম্প্রদায়িকতামুক্ত মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আমাদের বাতিঘর হিসেবে বিবেচিত হতে পারেন। বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা ও অভিবাদন।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
বাঙালির বাতিঘর
কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর