হাজার মাসের চেয়ে উত্তম কদরের পবিত্র রাত আজ। লাইলাতুল কদর বা শবেকদর মুসলমানদের কাছে খুবই মহিমান্বিত। ধর্মীয় বিশ্বাসমতে, এই পুণ্যস্নাত রাতেই নাজিল হয়েছিল দুনিয়ার সবচেয়ে বেশি পঠিত গ্রুন্থ আল কোরআন। আরবি লাইলাতুল শব্দের অর্থ রাত। কদর শব্দটি আরবিতে বহুমাত্রিক অর্থে ব্যবহৃত। সম্মানিত, মর্যাদাবান, ভাগ্যনির্ধারক ইত্যাদি অভিধায় ব্যবহৃত হয় এ শব্দটি। বলা যায়, শবেকদর এসব অভিধার প্রতিটি ধারণ করছে আপন মহিমায়। পবিত্র লাইলাতুল কদর মহান স্রষ্টা আল্লাহর কাছে কতটা মর্যাদাবান তা প্রমাণিত হয় আল কোরআনে কদর নামে একটি সূরা নাজিল হওয়ার ঘটনায়। হাদিসেও এই পবিত্র রাতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে একাধিক ক্ষেত্রে। আল কোরআনে লাইলাতুল কদরের সঠিক সময় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, রমজানের শেষ দশকের বিজোড়ু সংখ্যার রাতগুলোর একটি কদরের মহিমান্বিত রাত। হাদিস অনুযায়ী যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ধর্মবেত্তাদের মতে এ রাতগুলোর মধ্যে ২৬ রমজান দিবাগত রাত কদর হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের দেশে শুধু নয়, বিশ্বের প্রায় সব দেশের মুসলমানের কাছে ২৬ রমজান দিবাগত রাত শবেকদর হিসেবে পালিত হয়। ইবাদত-বন্দেগিতে এ রাত কাটান বিশ্বাসী মানুষ। হাজার মাসের চেয়েও সেরা এই মহিমান্বিত রাতে মানবজাতির জীবনবিধান আল কোরআন নাজিল হওয়ায় বিশ্বাসীদের কাছে এটি অসামান্য গুরুত্বের অধিকারী। কোরআনের শিক্ষা মানবজাতিকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে। এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে পারি। দেশ, জাতি, মুসলিম জাহানসহ মানবজাতির সুখ-শান্তি ও সৌহার্দ্যরে জন্য আল্লাহর রহমত কামনা করতে পারি। হানাহানি ও অশান্তিতে ভরা বিশ্বে শান্তির জন্য মহান আল্লাহর কৃপার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
পবিত্র শবেকদর
বিশ্বশান্তির জন্য আল্লাহর কৃপা কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর