হাজার মাসের চেয়ে উত্তম কদরের পবিত্র রাত আজ। লাইলাতুল কদর বা শবেকদর মুসলমানদের কাছে খুবই মহিমান্বিত। ধর্মীয় বিশ্বাসমতে, এই পুণ্যস্নাত রাতেই নাজিল হয়েছিল দুনিয়ার সবচেয়ে বেশি পঠিত গ্রুন্থ আল কোরআন। আরবি লাইলাতুল শব্দের অর্থ রাত। কদর শব্দটি আরবিতে বহুমাত্রিক অর্থে ব্যবহৃত। সম্মানিত, মর্যাদাবান, ভাগ্যনির্ধারক ইত্যাদি অভিধায় ব্যবহৃত হয় এ শব্দটি। বলা যায়, শবেকদর এসব অভিধার প্রতিটি ধারণ করছে আপন মহিমায়। পবিত্র লাইলাতুল কদর মহান স্রষ্টা আল্লাহর কাছে কতটা মর্যাদাবান তা প্রমাণিত হয় আল কোরআনে কদর নামে একটি সূরা নাজিল হওয়ার ঘটনায়। হাদিসেও এই পবিত্র রাতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে একাধিক ক্ষেত্রে। আল কোরআনে লাইলাতুল কদরের সঠিক সময় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, রমজানের শেষ দশকের বিজোড়ু সংখ্যার রাতগুলোর একটি কদরের মহিমান্বিত রাত। হাদিস অনুযায়ী যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ধর্মবেত্তাদের মতে এ রাতগুলোর মধ্যে ২৬ রমজান দিবাগত রাত কদর হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের দেশে শুধু নয়, বিশ্বের প্রায় সব দেশের মুসলমানের কাছে ২৬ রমজান দিবাগত রাত শবেকদর হিসেবে পালিত হয়। ইবাদত-বন্দেগিতে এ রাত কাটান বিশ্বাসী মানুষ। হাজার মাসের চেয়েও সেরা এই মহিমান্বিত রাতে মানবজাতির জীবনবিধান আল কোরআন নাজিল হওয়ায় বিশ্বাসীদের কাছে এটি অসামান্য গুরুত্বের অধিকারী। কোরআনের শিক্ষা মানবজাতিকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে। এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে পারি। দেশ, জাতি, মুসলিম জাহানসহ মানবজাতির সুখ-শান্তি ও সৌহার্দ্যরে জন্য আল্লাহর রহমত কামনা করতে পারি। হানাহানি ও অশান্তিতে ভরা বিশ্বে শান্তির জন্য মহান আল্লাহর কৃপার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
পবিত্র শবেকদর
বিশ্বশান্তির জন্য আল্লাহর কৃপা কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর