প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও ভারত সফর সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের স্বার্থ তিনি বিক্রি করবেন এটা হতে পারে না। ভারতে এলপিজি রপ্তানিসংক্রান্ত চুক্তি নিয়ে যারা সমালোচনা করছেন, যারা বলছেন গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে, তারাই গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল। তাঁর সরকার সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ এলপি গ্যাস উৎপাদন করে না। বিদেশ থেকে গ্যাস আমদানি করে তা পরিশোধন করে ভারতে রপ্তানি করা হবে। এ গ্যাস রপ্তানির মাধ্যমে আমাদের রপ্তানি খাতে আরেকটি মাত্রা যোগ হবে। প্রধানমন্ত্রী বলেন, ফেনী সীমান্তবর্তী নদী। সাবরুম এলাকায় খাওয়ার পানির খুব অভাব। সেজন্য সীমান্তবর্তী ওই নদী থেকে খাবার পানি সরবরাহের চুক্তি হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা ছিল আমাদের ঘাঁটি। সেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হতো। প্রধানমন্ত্রী চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, যেখানে অনিয়ম সেখানেই অভিযান চালানো হবে। আবরার ফাহাদ হত্যাকান্ড সম্পর্কে বলেন, বুয়েটের ঘটনা শুনে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। অপরাধীকে অপরাধী হিসেবে দেখা হবে। অন্যায়কারীর বিচার হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলোয় উচ্ছৃঙ্খলতা, অনিয়ম উদ্ঘাটনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামান্য টাকায় সিট ভাড়ায় একেকজন রুমে থাকবে তারপর সেখানে বসে এ ধরনের মস্তানি করবে আর সব খরচ বহন করতে হবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে, তা কখনো গ্রহণযোগ্য না। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি হল সব জায়গায় সার্চ করা হবে। তল্লাশি চালানোর ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘কোথায় অনিয়ম, উচ্ছৃঙ্খলতার মতো কর্মকা- কারা করছে সেগুলো জানিয়ে সহযোগিতা করুন এ ব্যাপারে কোনো দলটল আমি বুঝি না। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি করেই আমরা এ পর্যন্ত এসেছি। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা এ সম্পর্কে সৃষ্ট ধোঁয়াশার অবসান ঘটবে বলে আশা করা যায়। পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা মানুষ-শকুনদের উৎপাত বন্ধে অবদান রাখবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
- মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল
- ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
প্রধানমন্ত্রীর ঘোষণা
সন্ত্রাস দুর্নীতির সঙ্গে আপস নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর