প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও ভারত সফর সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের স্বার্থ তিনি বিক্রি করবেন এটা হতে পারে না। ভারতে এলপিজি রপ্তানিসংক্রান্ত চুক্তি নিয়ে যারা সমালোচনা করছেন, যারা বলছেন গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে, তারাই গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল। তাঁর সরকার সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ এলপি গ্যাস উৎপাদন করে না। বিদেশ থেকে গ্যাস আমদানি করে তা পরিশোধন করে ভারতে রপ্তানি করা হবে। এ গ্যাস রপ্তানির মাধ্যমে আমাদের রপ্তানি খাতে আরেকটি মাত্রা যোগ হবে। প্রধানমন্ত্রী বলেন, ফেনী সীমান্তবর্তী নদী। সাবরুম এলাকায় খাওয়ার পানির খুব অভাব। সেজন্য সীমান্তবর্তী ওই নদী থেকে খাবার পানি সরবরাহের চুক্তি হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা ছিল আমাদের ঘাঁটি। সেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হতো। প্রধানমন্ত্রী চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, যেখানে অনিয়ম সেখানেই অভিযান চালানো হবে। আবরার ফাহাদ হত্যাকান্ড সম্পর্কে বলেন, বুয়েটের ঘটনা শুনে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। অপরাধীকে অপরাধী হিসেবে দেখা হবে। অন্যায়কারীর বিচার হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলোয় উচ্ছৃঙ্খলতা, অনিয়ম উদ্ঘাটনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামান্য টাকায় সিট ভাড়ায় একেকজন রুমে থাকবে তারপর সেখানে বসে এ ধরনের মস্তানি করবে আর সব খরচ বহন করতে হবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে, তা কখনো গ্রহণযোগ্য না। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি হল সব জায়গায় সার্চ করা হবে। তল্লাশি চালানোর ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘কোথায় অনিয়ম, উচ্ছৃঙ্খলতার মতো কর্মকা- কারা করছে সেগুলো জানিয়ে সহযোগিতা করুন এ ব্যাপারে কোনো দলটল আমি বুঝি না। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি করেই আমরা এ পর্যন্ত এসেছি। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা এ সম্পর্কে সৃষ্ট ধোঁয়াশার অবসান ঘটবে বলে আশা করা যায়। পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা মানুষ-শকুনদের উৎপাত বন্ধে অবদান রাখবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
প্রধানমন্ত্রীর ঘোষণা
সন্ত্রাস দুর্নীতির সঙ্গে আপস নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর