ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু কমার সঙ্গে সঙ্গেই দুই সিটি করপোরেশনের মশা নিধনে শিথিলতা এসেছে। এ শিথিলতা রাজধানীতে মশাবাহিত রোগের থাবা বিস্তারের আশঙ্কা সৃষ্টি করেছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমলেও কার্তিকের আকাশ ভেঙে প্রায়ই বৃষ্টি নামছে। ফলে এবার ডেঙ্গু মৌসুমের অবয়ব হতে পারে দীর্ঘায়িত। মশা নিধনে শিথিলতা এলে এডিসের পাশাপাশি কিউলেক্স মশার আগ্রাসন বাড়ার আশঙ্কা হাতছানি দিচ্ছে। জনমনে এডিস মশা সম্পর্কে আতঙ্ক বেশি থাকলেও কিউলেক্স কোনোভাবেই কম বিপজ্জনক নয়। শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায় যার ৯৮ থেকে ৯৯ ভাগই কিউলেক্স মশা। বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে কিউলেক্স মশার ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। কারণ এ মশা থেকে জাপানিজ এনসেফালাইটিসসহ (জেই) আরও কয়েকটি রোগের প্রাদুর্ভাব ঘটে। আমাদের দেশে কয়েক বছর ধরেই রয়েছে মশাবাহিত রোগ ‘জেই’ ও ফাইলেরিয়া। এ ছাড়া ওয়েস্টার্ন ভাইরাসও ছড়ায় কিউলেক্সের মাধ্যমে। ফাইলেরিয়া বর্তমানে উত্তরের কয়েকটি এলাকায় সীমাবদ্ধ। কিন্তু জেইর ঝুঁকি সব জেলায় আছে। এ বছর আইইডিসিআরে স্যাম্পল পরীক্ষায় ৪৯ জন জেই আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ডেঙ্গুর সঙ্গে জেইর উপসর্গে অনেকটা মিল রয়েছে, আবার ভিন্নতাও আছে। বিশেষ করে কিউলেক্স মশা পাখি বা কোনো প্রাণীকে কামড়ালে জেই ভাইরাস সংক্রমিত হয়। সেই মশা মানুষকে কামড়ালে মানুষের মধ্যে তা ছড়ায়। কোনো মানুষ জেই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত ৫ থেকে ১৫ দিন পর অসুস্থ হয়ে পড়ে। এ সময় জ্বর, প্রচ- মাথাব্যথা, বমিভাব, ডায়রিয়া, দুর্বলতা, কাঁপুনি, খিঁচুনি হয়। এমনকি মূত্রাশয়ে সমস্যা, শ্বাসতন্ত্রের সমস্যা, কোনো অঙ্গ প্যারালাইজড হওয়ার ঘটনাও ঘটে। মানসিক রোগের লক্ষণও দেখা দেয় অনেকের। এ ছাড়া ২০ থেকে ৩০ শতাংশ ক্ষেত্রে জেই মারাত্মক হয়ে দেখা দিতে পারে, মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। সময়মতো মশা নিধনের পদক্ষেপ না নেওয়ায় চলতি বছর ডেঙ্গু আতঙ্কে ভুগছে রাজধানীবাসী। গত দুই দশকের চেয়েও এ বছর ডেঙ্গুতে বেশি লোক প্রাণ হারিয়েছে। জন-আতঙ্কের কারণে সাধারণ জ্বরেও মানুষ ছুটেছে ডাক্তারের কাছে এবং সাধারণ মানুষের কয়েক কোটি টাকার অপচয় ঘটেছে ডেঙ্গুর ভাইরাস পরীক্ষার কাজে। আমরা আশা করব, শীত আসার আগেই জোরেশোরে মশা নিধনের কাজ শুরু হবে। মশার ওষুধের ক্ষেত্রে অতীতের মতো শুভঙ্করের ফাঁকির যাতে অভিযোগ না ওঠে সে বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার।
শিরোনাম
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
- অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
মশার উপদ্রব বাড়ছে
কর্তৃপক্ষীয় গাফিলতি বন্ধ হোক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর