ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু কমার সঙ্গে সঙ্গেই দুই সিটি করপোরেশনের মশা নিধনে শিথিলতা এসেছে। এ শিথিলতা রাজধানীতে মশাবাহিত রোগের থাবা বিস্তারের আশঙ্কা সৃষ্টি করেছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমলেও কার্তিকের আকাশ ভেঙে প্রায়ই বৃষ্টি নামছে। ফলে এবার ডেঙ্গু মৌসুমের অবয়ব হতে পারে দীর্ঘায়িত। মশা নিধনে শিথিলতা এলে এডিসের পাশাপাশি কিউলেক্স মশার আগ্রাসন বাড়ার আশঙ্কা হাতছানি দিচ্ছে। জনমনে এডিস মশা সম্পর্কে আতঙ্ক বেশি থাকলেও কিউলেক্স কোনোভাবেই কম বিপজ্জনক নয়। শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায় যার ৯৮ থেকে ৯৯ ভাগই কিউলেক্স মশা। বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে কিউলেক্স মশার ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। কারণ এ মশা থেকে জাপানিজ এনসেফালাইটিসসহ (জেই) আরও কয়েকটি রোগের প্রাদুর্ভাব ঘটে। আমাদের দেশে কয়েক বছর ধরেই রয়েছে মশাবাহিত রোগ ‘জেই’ ও ফাইলেরিয়া। এ ছাড়া ওয়েস্টার্ন ভাইরাসও ছড়ায় কিউলেক্সের মাধ্যমে। ফাইলেরিয়া বর্তমানে উত্তরের কয়েকটি এলাকায় সীমাবদ্ধ। কিন্তু জেইর ঝুঁকি সব জেলায় আছে। এ বছর আইইডিসিআরে স্যাম্পল পরীক্ষায় ৪৯ জন জেই আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ডেঙ্গুর সঙ্গে জেইর উপসর্গে অনেকটা মিল রয়েছে, আবার ভিন্নতাও আছে। বিশেষ করে কিউলেক্স মশা পাখি বা কোনো প্রাণীকে কামড়ালে জেই ভাইরাস সংক্রমিত হয়। সেই মশা মানুষকে কামড়ালে মানুষের মধ্যে তা ছড়ায়। কোনো মানুষ জেই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত ৫ থেকে ১৫ দিন পর অসুস্থ হয়ে পড়ে। এ সময় জ্বর, প্রচ- মাথাব্যথা, বমিভাব, ডায়রিয়া, দুর্বলতা, কাঁপুনি, খিঁচুনি হয়। এমনকি মূত্রাশয়ে সমস্যা, শ্বাসতন্ত্রের সমস্যা, কোনো অঙ্গ প্যারালাইজড হওয়ার ঘটনাও ঘটে। মানসিক রোগের লক্ষণও দেখা দেয় অনেকের। এ ছাড়া ২০ থেকে ৩০ শতাংশ ক্ষেত্রে জেই মারাত্মক হয়ে দেখা দিতে পারে, মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। সময়মতো মশা নিধনের পদক্ষেপ না নেওয়ায় চলতি বছর ডেঙ্গু আতঙ্কে ভুগছে রাজধানীবাসী। গত দুই দশকের চেয়েও এ বছর ডেঙ্গুতে বেশি লোক প্রাণ হারিয়েছে। জন-আতঙ্কের কারণে সাধারণ জ্বরেও মানুষ ছুটেছে ডাক্তারের কাছে এবং সাধারণ মানুষের কয়েক কোটি টাকার অপচয় ঘটেছে ডেঙ্গুর ভাইরাস পরীক্ষার কাজে। আমরা আশা করব, শীত আসার আগেই জোরেশোরে মশা নিধনের কাজ শুরু হবে। মশার ওষুধের ক্ষেত্রে অতীতের মতো শুভঙ্করের ফাঁকির যাতে অভিযোগ না ওঠে সে বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল