বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুবাতাস বইছে। এক বছরেই বিনিয়োগ বেড়েছে ৫১ শতাংশ। দেশের ইতিহাসে একক বছর হিসাবে ২০১৮-১৯ সালে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে। যার পরিমাণ ৪৯৪ কোটি ৫৮ লাখ ডলার। নিট হিসাবে এর পরিমাণ ৩৮৮ কোটি ৮৬ লাখ ডলার। একটি জাপানি কোম্পানির বড় আকারের বিনিয়োগের কারণেই গত অর্থবছরে বিনিয়োগ সন্তোষজনকহারে বেড়েছে। গত অর্থবছরে আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) কিনে নিয়েছে জাপান টোব্যাকো (জেটি) গ্রুপ। এই অধিগ্রহণের মাধ্যমে জেটি এদেশে প্রায় ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে। যা গত অর্থবছরে আসা মোট এফডিআইয়ের ৭০ শতাংশ। এক দশক ধরেই রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা পালন করে। সরকারের ধারাবাহিকতাও বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখছে। এর বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সহজে ব্যবসা করার সূচক উন্নয়নে সরকারের উদ্যোগ বড় ভূমিকা রাখছে। এক অর্থবছরে মোট বিনিয়োগ থেকে মুনাফা বা ঋণ হিসেবে অন্যত্র নিয়ে যাওয়া অর্থ বাদ দিয়ে যা থাকে সেটি হচ্ছে নিট বিনিয়োগ। গত অর্থবছরে ঋণ ও মুনাফা হিসেবে বিদেশি কোম্পানিগুলো ১০৫ কোটি ৬৮ লাখ ডলার নিয়ে গেছে। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এক বছরের ব্যবধানে ৫১ শতাংশ বৃদ্ধি সুবাতাসের লক্ষণ হলেও প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখা সম্ভব হবে কিনা তা সংশয়ের ঊর্ধ্বে নয়। কারণ বিনিয়োগের ৭০ শতাংশ এসেছে একটি কোম্পানির পক্ষ থেকে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের কারণে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান চীন থেকে তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে আগ্রহী। এমনকি চীনও নিজেদের ব্যবসার স্বার্থে সস্তা শ্রমের জন্য বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে পারে। সে ব্যাপারে উৎসাহিত করা সম্ভব হলে বৈদেশিক বিনিয়োগের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। এ ব্যাপারে চীন, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের উৎসাহিত করা যেতে পারে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
বিনিয়োগের সুবাতাস
এ সাফল্য ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর