বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুবাতাস বইছে। এক বছরেই বিনিয়োগ বেড়েছে ৫১ শতাংশ। দেশের ইতিহাসে একক বছর হিসাবে ২০১৮-১৯ সালে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে। যার পরিমাণ ৪৯৪ কোটি ৫৮ লাখ ডলার। নিট হিসাবে এর পরিমাণ ৩৮৮ কোটি ৮৬ লাখ ডলার। একটি জাপানি কোম্পানির বড় আকারের বিনিয়োগের কারণেই গত অর্থবছরে বিনিয়োগ সন্তোষজনকহারে বেড়েছে। গত অর্থবছরে আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) কিনে নিয়েছে জাপান টোব্যাকো (জেটি) গ্রুপ। এই অধিগ্রহণের মাধ্যমে জেটি এদেশে প্রায় ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে। যা গত অর্থবছরে আসা মোট এফডিআইয়ের ৭০ শতাংশ। এক দশক ধরেই রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা পালন করে। সরকারের ধারাবাহিকতাও বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখছে। এর বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সহজে ব্যবসা করার সূচক উন্নয়নে সরকারের উদ্যোগ বড় ভূমিকা রাখছে। এক অর্থবছরে মোট বিনিয়োগ থেকে মুনাফা বা ঋণ হিসেবে অন্যত্র নিয়ে যাওয়া অর্থ বাদ দিয়ে যা থাকে সেটি হচ্ছে নিট বিনিয়োগ। গত অর্থবছরে ঋণ ও মুনাফা হিসেবে বিদেশি কোম্পানিগুলো ১০৫ কোটি ৬৮ লাখ ডলার নিয়ে গেছে। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এক বছরের ব্যবধানে ৫১ শতাংশ বৃদ্ধি সুবাতাসের লক্ষণ হলেও প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখা সম্ভব হবে কিনা তা সংশয়ের ঊর্ধ্বে নয়। কারণ বিনিয়োগের ৭০ শতাংশ এসেছে একটি কোম্পানির পক্ষ থেকে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের কারণে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান চীন থেকে তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে আগ্রহী। এমনকি চীনও নিজেদের ব্যবসার স্বার্থে সস্তা শ্রমের জন্য বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে পারে। সে ব্যাপারে উৎসাহিত করা সম্ভব হলে বৈদেশিক বিনিয়োগের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। এ ব্যাপারে চীন, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের উৎসাহিত করা যেতে পারে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০