বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুবাতাস বইছে। এক বছরেই বিনিয়োগ বেড়েছে ৫১ শতাংশ। দেশের ইতিহাসে একক বছর হিসাবে ২০১৮-১৯ সালে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে। যার পরিমাণ ৪৯৪ কোটি ৫৮ লাখ ডলার। নিট হিসাবে এর পরিমাণ ৩৮৮ কোটি ৮৬ লাখ ডলার। একটি জাপানি কোম্পানির বড় আকারের বিনিয়োগের কারণেই গত অর্থবছরে বিনিয়োগ সন্তোষজনকহারে বেড়েছে। গত অর্থবছরে আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) কিনে নিয়েছে জাপান টোব্যাকো (জেটি) গ্রুপ। এই অধিগ্রহণের মাধ্যমে জেটি এদেশে প্রায় ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে। যা গত অর্থবছরে আসা মোট এফডিআইয়ের ৭০ শতাংশ। এক দশক ধরেই রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা পালন করে। সরকারের ধারাবাহিকতাও বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখছে। এর বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সহজে ব্যবসা করার সূচক উন্নয়নে সরকারের উদ্যোগ বড় ভূমিকা রাখছে। এক অর্থবছরে মোট বিনিয়োগ থেকে মুনাফা বা ঋণ হিসেবে অন্যত্র নিয়ে যাওয়া অর্থ বাদ দিয়ে যা থাকে সেটি হচ্ছে নিট বিনিয়োগ। গত অর্থবছরে ঋণ ও মুনাফা হিসেবে বিদেশি কোম্পানিগুলো ১০৫ কোটি ৬৮ লাখ ডলার নিয়ে গেছে। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এক বছরের ব্যবধানে ৫১ শতাংশ বৃদ্ধি সুবাতাসের লক্ষণ হলেও প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখা সম্ভব হবে কিনা তা সংশয়ের ঊর্ধ্বে নয়। কারণ বিনিয়োগের ৭০ শতাংশ এসেছে একটি কোম্পানির পক্ষ থেকে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের কারণে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান চীন থেকে তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে আগ্রহী। এমনকি চীনও নিজেদের ব্যবসার স্বার্থে সস্তা শ্রমের জন্য বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে পারে। সে ব্যাপারে উৎসাহিত করা সম্ভব হলে বৈদেশিক বিনিয়োগের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। এ ব্যাপারে চীন, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের উৎসাহিত করা যেতে পারে।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা